আজকাল ওয়েবডেস্ক: কলম্বোতে অনুষ্ঠিত হতে চলা শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ত্রিদেশীয় সিরিজের আগে ভারতীয় মহিলা দল ঘোষণা করল বিসিসিআই। সোমবার বিসিসিআইয়ের ঘোষিত দলে অধিনায়ক হিসেবে রয়েছেন হরমানপ্রীত কৌর, সহ-অধিনায়ক স্মৃতি মান্ধানা। তবে এই দলে রয়েছে বিশেষ চমকও।

 

কেরিয়ারে প্রথমবার আন্তর্জাতিক দলে ডাক পেয়েছেন তিন ক্রিকেটার কাশভি গৌতম, শ্রী চারানী এবং শুচি উপাধ্যায়। বোর্ড সূত্রে খবর, রেণুকা সিং ঠাকুর এবং তিতাস সাধুর চোট এখনও সেরে না ওঠায় তাদের আপাতত বিশ্রাম দেওয়া হয়েছে। তাঁদের জায়গায় দলে সুযোগ দেওয়া হয়েছে তরুণ ক্রিকেটারদের।

 

গত টি-২০ বিশ্বকাপে খারাপ পারফরম্যান্সের কারণে দল থেকে বাদ পড়া শেফালি ভার্মা আসন্ন ত্রিদেশীয় সিরিজেও বাদ পড়েছেন জাতীয় দল থেকে। ২০২৫ সালের উইমেন্স প্রিমিয়ার লিগে দিল্লি ক্যাপিটালসের হয়ে দুর্দান্ত ফর্মে ছিলেন তিনি। ঘরোয়া ক্রিকেটেও ভাল পারফর্ম করেছেন।  

 

ত্রিদেশীয় সিরিজের জন্য ভারতীয় দল: হরমানপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ-অধিনায়ক), প্রতিকা রাওয়াল, হার্লিন দেওল, জেমাইমা রদ্রিগেজ, রিচা ঘোষ (উইকেটকিপার), ইয়াস্তিকা ভাটিয়া (উইকেটকিপার), দীপ্তি শর্মা, অমনজোৎ কৌর, কাশভি গৌতম, স্নেহ রানা, অরুন্ধতী রেড্ডি, তেজাল হাসবনিস, শ্রী চারানী, শুচি উপাধ্যায়।  

 

উল্লেখ্য, আগামী ২৭ এপ্রিল থেকে শুরু হচ্ছে ত্রিদেশীয় সিরিজ। সবকটি ম্যাচই খেলা হবে কলম্বোতে। ২৭ এপ্রিল শ্রীলঙ্কার বিরুদ্ধে নামবেন হরমনপ্রীতরা। ২৯ এপ্রিল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামবে ভারত। ৪ মে ফের শ্রীলঙ্কার বিরুদ্ধে এবং ৭ মে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামবে ভারত। ত্রিদেশীয় সিরিজের ফাইনাল অনুষ্ঠিত হবে ১১ মে।