আজকাল ওয়েবডেস্ক: অবসরের পর ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে কত টাকা পান প্রাক্তন ক্রিকেটাররা? প্রসঙ্গত, ২০০৪ থেকে এই পেনশন স্কিম চালু করে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। তখন অবসরপ্রাপ্ত ক্রিকেটার ও আধিকারিকদের মাত্র ৫ হাজার টাকা পেনশন দেওয়া হত। তখন একটি টেস্ট খেলা বা দেশের হয়ে ৫০ টেস্ট খেলা ক্রিকেটারদের মধ্যে কোনও ভেদাভেদ ছিল না। তখন আবার একদিনের ক্রিকেট খেলা ক্রিকেটারদের পেনশন দেওয়া হত না। শুধু টেস্ট ও একদিনের ক্রিকেট খেলা ক্রিকেটাররাই পেনশনের আওতায় ছিলেন।
কিন্তু ২০০৯ ও ২০১৫ সালে এই পেনশন স্কিমে পরিবর্তন হয়। এখন ২৫ বা তার বেশি টেস্ট খেলা ক্রিকেটাররা মাসে ২৫ হাজার টাকা পেনশন পান। আর ২৫ এর কম টেস্ট খেলা ক্রিকেটাররা পাবেন ৩৭,৫০০ টাকা। এছাড়া আম্পায়ার, ক্রিকেটাররা মারা গেলে স্ত্রীরা নির্দিষ্ট হারে পেনশনের টাকা পাবেন।
এছাড়া প্রথম শ্রেণির ম্যাচ খেলা ক্রিকেটাররাও পান পেনশন। অন্তত ১০ ম্যাচ খেলা ক্রিকেটাররা পাবেন ১৫ হাজার টাকা। আর ৫০ থেকে ৭৪ ম্যাচ খেলা ক্রিকেটাররা পাবেন ২২,৫০০ থেকে ৩০ হাজার টাকা।
আর মহিলা ক্রিকেটারদের ক্ষেত্রে অন্তত ১০ টেস্ট খেলা ক্রিকেটাররা পাবেন ২২,৫০০ টাকা। আর ৫ থেকে ৯ টি টেস্ট খেলা ক্রিকেটাররা পাবেন ১৫ হাজার টাকা। আর ১০০ বা তার বেশি টেস্ট খেলা ক্রিকেটাররা অবসরের পর এককালীন বেশ বড় পরিমাণ টাকা পাবেন।
যেমন গাভাসকার, রবি শাস্ত্রী, শচীন, সৌরভ, দ্রাবিড়, কপিল, কুম্বলে, রাহুলরা এককালীন পেয়েছেন ১৫ কোটি টাকা। আর এককালীন ১০ কোটি টাকা করে পেয়েছেন সিধু, শ্রীকান্ত, অমরনাথ, বিশ্বনাথরা।
