আজকাল ওয়েবডেস্ক: ওল্ড ট্র্যাফোর্ডে চলল না শুভমান গিল ম্যাজিক। ১২ রান করে বেন স্টোকসের বলে এলবিডব্লিুউ হন ভারত অধিনায়ক। ইংল্যান্ড অধিনায়কের বল তিনি শটই খেলেননি। তাঁকে ফেরানোর পরে বেন স্টোকসের ঔদ্ধত্যপূর্ণ উদযাপন। ম্যানচেস্টার টেস্ট দেখতে উপস্থিত দর্শকরা গিলকে গালমন্দ শুরু করেন।

গিল যখন ফেরেন ভারতের রান তখন ৩ উইকেটে ১৪০। গিলের উইকেট নেওয়ার অপেক্ষায় ছিল ইংল্যান্ড ব্রিগেড। ঘটনা হল লর্ডস টেস্টে শুভমান গিল ও ইংল্যান্ডের মধ্যে লেগে গিয়েছিল

ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের সময়ে জাক ক্রলি নানা অছিলায় সময় নষ্ট করছিলেন। জশপ্রীত বুমরাহর মুখোমুখি হতে চাইছিলেন না ক্রলি। কখনও সাইট স্ক্রিন, কখনও চোট, এই অজুহাত দেখিয়ে সময় নষ্ট করেন ক্রলি। স্থির থাকতে পারেননি গিল। তিনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেননি। দেখা যায় ক্রলির দিকে আঙুল উঁচিয়ে কী যেন বলছেন ভারত অধিনায়ক। 

 

?ref_src=twsrc%5Etfw">July 23, 2025

আরও পড়ুন: প্রথম বলেই আউট বৈভব, মারমুখী শট ডেকে আনল বিপদ

ম্যানচেস্টার টেস্টের আগেরদিন সাংবাদিক বৈঠকে ভারত অধিনায়ক সটান বলে দিলেন, ''খেলার স্পিরিট মেনে চলছে না।'' লর্ডস টেস্টের তৃতীয় দিন ইংল্যান্ডের ওপেনার জাক ক্রলির সঙ্গে মাঠের ভিতরেই লেগে গিয়েছিল শুভমান গিলের সঙ্গে। ভারত ও ইংল্যান্ডের প্রথম ইনিংস একই রানে শেষ হয়েছিলদ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে জাক ক্রলি নানা অছিলায় সময় নষ্ট করতে থাকেন। জশপ্রীত বুমরাহর বল খেলতেই চাইছিলেন না ক্রলি। কখনও সাইট স্ক্রিনের অজুহাত, কখনও তাঁর হাতে চোট লেগেছে এই অজুহাত দিয়ে সময় নষ্ট করছিলেন। 

সেই প্রসঙ্গ উত্থাপ্পন করে শুভমান গিল বলেন, ''আমাকে ধোঁয়াশা দূর করতে দিন। সেদিন ইংল্যান্ড ব্যাটসম্যানরা সময় নষ্ট করছিল। হাতে ছিল সাত মিনিট। ক্রিজে আসতেই ৯০ সেকেন্ড দেরি করে ফেলে। ১০, ২০ নয়, ৯০ সেকেন্ড দেরিতে আসে ক্রিজেবেশিরভাগ দলই এমন কৌশল অবলম্বন করে। ওদের জায়গায় যদি আমরা থাকতাম, তাহলে কম ওভার খেলার চেষ্টা করতাম। কিন্তু তার একটা পদ্ধতি থাকে। শরীরে যদি বলের আঘাত লাগে তাহলে ফিজিও মাঠে আসতেই পারেন। এর মধ্যে অস্বাভাবিকত্ব নেই। কিন্তু নির্ধারিত সময়ের ৯০ সেকেন্ড পরে ক্রিজে আসা মেনে নেওয়া যায় না। আমার মনে হয় এটা ক্রিকেটের স্পিরিটের সঙ্গে মানানসই নয়।'' ইংল্যান্ড যে ভাল ভাবে বিষয়টা নেয়নি, তার প্রমাণ পাওয়া যায় ওল্ড ট্র্যাফোর্ড টেস্টের প্রথম দিন। এখনও চার দিন বাকি ওল্ড ট্র্যাপোর্ড টেস্টের। আরও কত যে নাটক লুকিয়ে রয়েছে, তার জবাব দেবে সময়। 

?ref_src=twsrc%5Etfw">July 23, 2025

আরও পড়ুন: 'যেখানে বেশিরভাগ সময় ক্রিকেট খেললাম, তারাই দিল না স্বীকৃতি', অভিমানী ইঞ্জিনিয়ার