আজকাল ওয়েবডেস্ক: সন্তোষ ট্রফিতে চূড়ান্ত বিশৃঙ্খলা। তার প্রতিবাদে এবার ফেডারেশনকে কড়া চিঠি দিল আইএফএ। একইসঙ্গে কোয়ার্টার ফাইনাল পিছনোর দাবি জানানো হয়। সন্তোষ ট্রফি যেভাবে আয়োজিত হচ্ছে, সেই নিয়ে ক্ষোভ ক্রমশ বাড়ছে। আইএফএ সচিব অনির্বাণ দত্ত চিঠিতে জানান, চূড়ান্ত অব্যবস্থার জন্য শারীরিক এবং মানসিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে ফুটবলাররা। ৮০ কিলোমিটার যাত্রা করে খেলতে যেতে হচ্ছে দলগুলোকে। মাঠে পৌঁছতে প্রায় আড়াই ঘণ্টা সময় লেগে যাচ্ছে। তারওপর একদিনের ব্যবধানে খেলাগুলো রয়েছে। যার ফলে দীর্ঘ যাত্রা করে খেলার পর যথাযথ বিশ্রাম এবং রিকভারির সময় পাচ্ছে না ফুটবলাররা। 

শুক্রবার বাংলার ম্যাচের দিন একটি রাজনৈতিক পার্টির ব়্যালি ছিল ডিব্রুগড়ে। সকাল ন'টায় টিম হোটেল ছাড়লেও দুপুর ১.৫০ মিনিটে মাঠে পৌঁছয় বাংলা দল। ম্যাচ শুরু হওয়ার কথা ছিল দুপুর দুটোয়। মাত্র দশ মিনিট আগে দল পৌঁছয়। ম্যাচ দুপুর ২.৪০ মিনিটে শুরু হয়। ওয়ার্ম আপ করার যথাযথ সময় পায়নি দল। ম্যাচ শেষে রাস্তার যানজটের জন্য পরের দিন ভোর পাঁচটায় হোটেলে পৌঁছয় বাংলা দল। এই দীর্ঘ সময় খাবার এবং জলের কোনও বন্দোবস্ত ছিল না। প্লেয়ারদের কথা ভাবা হয়নি। ক্লান্তির পাশাপাশি চোট এবং অসুস্থতার আশঙ্কা ছিল। চিঠিতে জানানো হয়, এমনকী স্থানীয় ফুটবল টুর্নামেন্টগুলোতেও এর থেকে ভাল ব্যবস্থা থাকে। সন্তোষ ট্রফির মতো ঐতিহ্যশালী টুর্নামেন্টে এমন বিশৃঙ্খলা লজ্জাজনক। সন্তোষ ট্রফির ভেন্যু নিয়েও অসন্তোষ প্রকাশ করা হয়। বলা হয়, সস্তায় টুর্নামেন্ট আয়োজন করতে গিয়ে ফুটবলারদের সুবিধা, অসুবিধার কথা ভাবা হয়নি। প্লেয়ারদের কথা ভেবে কোয়ার্টার ফাইনাল পিছিয়ে দেওয়ার আবেদন জানানো হয়েছে। যাতে ফুটবলাররা যথাযথ বিশ্রাম পায় এবং প্রস্তুতির সময় পায়।