আজকাল ওয়েবডেস্ক: জিম্বাবোয়ের বিরুদ্ধে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে দুর্দান্ত ভাবে ম্যাচে ফিরল ভারত। ১০০ রানে সিকান্দর রাজার দলকে হারালেন শুভমান গিলরা। হারারেতে দ্বিতীয় ম্যাচে এদিন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন গিল। শুরুতে ব্যাটিং করা সহজ ছিল না। ২ রানে আউট হয়ে ফিরে যান ভারত অধিনায়ক। ম্যাচের হাল ধরেন অভিষেক শর্মা এবং রুতুরাজ গায়কোয়াড়। প্রথম ছয় ওভারে খেলা দেখে মনে হচ্ছিল বড়জোর ১৪০ রানের লক্ষ্যমাত্রা দেওয়া সম্ভব। কারণ আবহাওয়া এবং জিম্বাবোয়ে বোলারদের দুর্দান্ত লাইন লেংথ। কিন্তু পাওয়ার প্লের পর ঝোড়ো ব্যাটিং করা শুরু করেন ভারতের দুই যুব তারকা। ৪৭ বলে নিজের আন্তর্জাতিক কেরিয়ারের প্রথম সেঞ্চুরি করলেন অভিষেক শর্মা। নিজের ইনিংসে মাত্র একবার ক্যাচ তুলেছিলেন। জীবনদান পেয়ে ছারখার করে দেন প্রতিপক্ষ বোলারদের।



উল্টোদিকে মেরে খেলেন রুতুরাজও। ৪৭ বলে ৭৭ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। অভিষেক আউট হওয়ার পর খেলার গতি কমতে দেননি চার নম্বরে নামা রিঙ্কু সিং। আগের ম্যাচে আউট হয়ে গিয়েছিলেন। এদিন ২২ বলে অপরাজিত ৪৮ রানের ইনিংস খেলে দলকে পৌঁছে দেন ২৩৪ রানে। ২০ ওভার শেষে জিম্বাবোয়েকে ২৩৫ রানের টার্গেট দেয় টিম ইন্ডিয়া। পাহাড় প্রমাণ রান তাড়া করতে নেমে শুরুতেই জিম্বাবোয়েকে ধাক্কা দেন মুকেশ কুমার। আউট করেন ইনোসেন্ট কাইয়া এবং ব্রায়ান বার্নেটকে। গোটা ইনিংসে ভারতীয় বোলারদের দাপটে ম্যাচে ফিরতেই পারেনি জিম্বাবোয়ে। ১৩৪ রানে অল আউট হয়ে যায় তারা। তিনটি করে উইকেট নেন মুকেশ কুমার এবং আবেশ খান। ২টি উইকেট নেন রবি বিষ্ণোই এবং ১টি উইকেট নেন ওয়াশিংটন সুন্দর।