আজকাল ওয়েবডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষিত হল ভারতীয় দল। দলে সঞ্জু স্যামসন রয়েছেন। মহম্মদ সামি ফিরলেন জাতীয় দলে। ২০২৩ সালের বিশ্বকাপ ফাইনালের পরে দেশের জার্সিতে আর খেলেননি সামি। ঘরোয়া টুর্নামেন্টে নেমেছেন তিনি। এবার এনসিএ তাঁকে ছাড়পত্র দিয়েছে। ফলে দেশের হয়ে খেলতে আর সমস্যা নেই তাঁর। 

ইংল্যান্ডের বিরুদ্ধে ২২ জানুয়ারি প্রথম টি-টোয়েন্টি। ইডেনে হবে সেই ম্যাচ। সব ঠিকঠাক থাকলে সামিকে দেখা যাবে প্রথম টি-টোয়েন্টিতে।

ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। ধ্রুব জুড়েল দলের দ্বিতীয় উইকেট কিপার। নীতীশ কুমার রেড্ডিকে টি-টোয়েন্টির দলে নেওয়া হয়েছে। 

ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ এবং চ্যাম্পিয়ন্স ট্রফির দল পরে ঘোষণা হবে। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক দল ঘোষণার সময়সীমা ১২ জানুয়ারি ছিল। কিন্তু শোনা যাচ্ছে, সেটা বাড়ানোর আবেদন করবে বিসিসিআই।‌

ঘোষিত ভারতীয় দল-সূর্যকুমার যাদব (অধিনায়ক), সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, তিলক ভার্মা, হার্দিক পাণ্ডিয়া, রিঙ্কু সিং, নীতীশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, হর্ষিত রানা, অর্শদীপ সিং, মহম্মদ সামি, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই, ওয়াশিংটন সুন্দর, ধ্রুব জুড়েল।