আজকাল ওয়েবডেস্ক: রবিবার অলিম্পিক হকিতে কোয়ার্টার ফাইনালে গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে নামছে ভারত। ৫২ বছর পর অস্ট্রেলিয়াকে হারিয়ে আত্মবিশ্বাসী রয়েছে গোটা দল। শেষবার ১৯৭২ সালের মিউনিখ অলিম্পিকে অজিদের হারিয়েছিল ভারত। এবার নক আউট স্টেজেও জয়ের ধারা বজায় রাখতে চাইছেন হরমনপ্রীতরা। গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে মূলত এরিয়াল পাসকে অস্ত্র করে নামতে চাইছে ভারতীয় দল। অধিনায়ক হরমনপ্রীত এবারের অলিম্পিক থেকে পদক আনার আশ্বাস দিয়েছেন দেশবাসীকে।




ব্যাক টু ব্যাক অলিম্পিক পদক থেকে মাত্র দুটি জয় দূরে রয়েছে ভারত। বর্তমানে বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে গ্রেট ব্রিটেন। ভারতীয় কোচ ক্রেগ ফুলটনও দলের প্রতি ভরসা রেখেছেন। প্রসঙ্গত, অলিম্পিক চ্যাম্পিয়ন বেলজিয়ামের কাছে হারের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘুরে দাঁড়ায় ভারত। ৩–১ ব্যবধানে অজিদের হারান হরমনপ্রীতরা। জোড়া গোল করলেন ভারত অধিনায়ক এবং একটি গোল অভিষেকের। অন্য কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম খেলবে স্পেনের বিপক্ষে, অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে নেদারল্যান্ডস এবং জার্মানি মুখোমুখি হবে আর্জেন্টিনার।