আজকাল ওয়েবডেস্ক: ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে শুক্রবার বৈঠক ছিল আইসিসির। সমস্ত দেশের প্রতিনিধিরাই ভার্চুয়ালি ছিলেন এই বৈঠকে। কিন্তু এদিনের বৈঠকের পরেও কোনও সিদ্ধান্ত হল না বলে জানা গিয়েছে। ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বৈঠক শনিবার পর্যন্ত স্থগিত করা হয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, আইসিসি এখনও হাইব্রিড মডেল নিয়েও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। শুক্রবারে আইসিসির বৈঠকে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হওয়ার ভেন্যু নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল।

 

 

 

সূচি অনুযায়ী, পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পাকিস্তানি সংবাদমাধ্যম সূত্রে খবর, ভারতীয় ক্রিকেট বোর্ড একটি বড় ধাক্কা খেতে পারে। সূত্রের দাবি, অন্যান্য অংশগ্রহণকারী দেশগুলি পাকিস্তান ক্রিকেট বোর্ডের সমর্থনে রয়েছে এবং তারা পাকিস্তানের অবস্থানের সঙ্গে একমত। সম্প্রতি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ নিয়ে বিতর্ক বেড়েছে বিশেষত এবং পিসিবির মধ্যে ভেন্যু নিয়ে চলা মতবিরোধের কারণে। ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ফেব্রুয়ারি-মার্চে পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা।

 

 

 

কিন্তু ভারত সরকার বিসিসিআইকে পাকিস্তান সফরের অনুমোদন দেয়নি নিরাপত্তাজনিত কারণে। ফলে পিসিবির তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে ভারত খেলতে না আসতা চাইলে তাদের বাদ দিয়েই টুর্নামেন্ট করা হবে। পাকিস্তান ক্রিকেট বোর্ড আইসিসির কাছে তাদের স্পষ্ট বার্তা দিয়েছে, পুরো টুর্নামেন্ট পাকিস্তানে অনুষ্ঠিত হোক।

 

 

এমনকি, যদি ভারত নাও আসে, তাও তারা চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে প্রস্তুত। তাদের দাবি, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অন্যান্য দলগুলিও এই সিদ্ধান্তের সঙ্গে একমত। জানা গিয়েছে, আইসিসি বারবার পিসিবিকে হাইব্রিড মডেলের কথা জানালেও সেই দাবিও নাকচ করে দেওয়া হয়েছে পিসিবির তরফে।