আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ লিগের শেষ ম্যাচে ভারতের মুখোমুখি নিউজিল্যান্ড। এদিন টসে হেরে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠালেন নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার। অর্থাৎ, প্রথমে বড় রান করে বোলারদের পরীক্ষা দিতে হবে এদিন। ভারতীয় দলে একটি পরবর্তন হয়েছে। পেসার হর্ষিত রানার জায়গায় এদিন প্রথম একাদশে জায়গা পেয়েছেন বরুণ চক্রবর্তী। দুবাইয়ের পিচে স্পিনের কথা মাথায় রেখেই সম্ভবত দল নির্বাচন করেছেন রোহিত শর্মা।

 

টসে গিয়ে রোহিত জানান, এদিন টসে জিতলেও প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিতেন তিনি। গত দু’ম্যাচে পরে ব্যাট করে জিতেছে ভারত। এদিন রান ডিফেন্ড করাই লক্ষ্য থাকবে সামিদের কাছে। গ্রুপ এ-থেকে দুই দল সেমিতে উঠে গেলেও প্রতিপক্ষ ঠিক হবে এদিনের ম্যাচের ফলাফলের ওপর। ভারত জিতলে তারা দুবাইতে সেমিফাইনাল খেলবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। অন্যদিকে, রবিবার হেরে গেলে দুবাইতেই তারা শেষ চারের ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে।

 

এদিন, নিজের কেরিয়ারের ৩০০তম একদিনের ম্যাচ খেলতে নামছেন সদ্য ফর্মে ফেরা বিরাট কোহলি। এর আগে ২০২৩ সালে একদিনের ক্রিকেটের বিশ্বকাপে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছিল ভারত। সেই ম্যাচে ৫০তম ওডিআই শতরান করে শচীন তেন্ডুলকারের রেকর্ড ভেঙেছিলেন বিরাট। এদিন আরও এক মাইলফলক ছোঁয়ার সুযোগ রয়েছে তাঁর কাছে। একদিনের ম্যাচের আইসিসি ইভেন্টে এদিন অভিষেক ঘটতে চলেছে বরুণ চক্রবর্তীরও। অন্যদিকে, নিউজিল্যান্ড দলে চোটের জন্য ছিটকে গিয়েছেন ডেভন কনওয়ে। তাঁর জায়গায় দলে এসেছেন ড্যারেল মিচেল।