আজকাল ওয়েবডেস্ক: খারাপ অধিয়ায়কত্ব এবং অফ ফর্মের জন্য সমালোচিত হচ্ছেন রোহিত শর্মা। অনেকেই মনে করছেন, শেষ টেস্ট খেলে ফেলেছেন ভারত অধিনায়ক। যদিও রোহিত জানান, এখনই অবসরের কোনও পরিকল্পনা নেই। তবে ক্রিকেট বিশেষজ্ঞদের ধারণা, চ্যাম্পিয়ন্স ট্রফির পরই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন রোহিত। ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজ থেকেই তাঁর খারাপ সময় শুরু। ০-৩ এ সিরিজ হার। পাশাপাশি ব্যাট হাতে ব্যর্থতা তাঁর আত্মবিশ্বাসে ধাক্কা খায়। নেতৃত্বে প্রভাব পড়ে। সেটাই অব্যাহত থাকে অস্ট্রেলিয়ায়। তিন টেস্টে মাত্র ৩১ রান করেন রোহিত। গড় ৬.২০। লজ্জার রেকর্ড তৈরি হয় ক্যাঙ্গারুদের দেশে। ১-৩ এ সিরিজ হারের ফলে শেষ হয়ে যায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের স্বপ্নও।
ভারতের পরের টেস্ট সিরিজও যথেষ্ট কঠিন। জুন-জুলাইয়ে ইংল্যান্ডের মাটিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। আগের দিনই বোর্ডের এক সূত্র জানান, ইংল্যান্ড সফরের জন্য বিবেচনা করা হতে পারে রোহিত, বিরাটের নাম। কিন্তু ইংল্যান্ড সিরিজের দলে রোহিতকে দেখছেন না অ্যাডাম গিলক্রিস্ট। অস্ট্রেলিয়ার প্রাক্তন উইকেটকিপার ব্যাটার মনে করছেন, চ্যাম্পিয়ন্স ট্রফির পর নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবেন রোহিত। গিলক্রিস্ট বলেন, 'আমার মনে হয় না রোহিত ইংল্যান্ডে যাবে। আমার মনে হয়েছিল, ও হয়তো বলবে দেশে ফিরে সিদ্ধন্ত নেব। বাড়ি ফিরেই দু'মাসের শিশুর সঙ্গে ওর সাক্ষাৎ হবে, এবং ওকে ন্যাপি পাল্টাতে হবে। আমার মনে হয় না ইংল্যান্ড সফরে যাওয়ার খুব একটা আগ্রহ থাকবে। আমার মনে হয় চ্যাম্পিয়ন্স ট্রফি আন্তর্জাতিক ক্রিকেটে ওর শেষ টুর্নামেন্ট হবে। তারপরই হয়তো আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেবে।' ক্রিকেট পণ্ডিতরা বিভিন্ন মতামত পোষণ করলেও, এখনই ক্রিকেটকে বিদায় জানানোর বোধহয় কোনও পরিকল্পনা নেই হিটম্যানের।
