আজকাল ওয়েবডেস্ক: নতুন ভূমিকার শুরুতেই বাজিমাত! প্রথম ট্রফির অপেক্ষা। এসএ২০তে প্রিটোরিয়া ক্যাপিটালসের কোচ হিসেবে শুরুতেই সাফল্যের মুখে সৌরভ গাঙ্গুলি। তাঁর কোচিংয়ে টুর্নামেন্টের সবচেয়ে ধারাবাহিক দলকে হারিয়ে ফাইনালে কেশব মহারাজরা। সানরাইজার্স ইস্টার্ন কেপকে হারায় প্রিটোরিয়া। দক্ষিণ আফ্রিকার লিগের চার বছরের ইতিহাসে সবচেয়ে সফল দল। এখনও পর্যন্ত খেতাব জেতেনি ক্যাপিটালসরা। কিন্তু সৌরভের কোচিংয়ে প্রথমবার হাতছানি। রবিবার কেপটাউনে চ্যাম্পিয়ন হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে প্রিটোরিয়ার। এককালীন সতীর্থের ভূয়সী প্রশংসা করলেন শন পোলক। একসময়ের প্রতিপক্ষের সঙ্গে কাজ করা চুটিয়ে উপভোগ করছেন প্রাক্তন প্রোটিয়া তারকা। প্রিটোরিয়া ক্যাপিটালসের সহকারী কোচ তিনি।
পোলক বলেন, 'আমরা হাসি-কান্নার মধ্যে দিয়ে এগিয়ে চলেছি। আমরা আবেগ ভাগ করে নিই। অসাধারণ একটা গ্রুপের সঙ্গে কাজ করা উপভোগ করছি। আমরা যতটা সম্ভব ধারাবাহিক থাকার চেষ্টা করেছি। আমাদের বয়স ৫০ এর ঊর্ধ্বে। আমরা সাহায্য করার আপ্রাণ চেষ্টা করি। তবে প্লেয়ারদের ওপর আস্থা রাখতে হবে, ওদের বিশ্বাস করতে হবে।' ডারবানে প্রিটোরিয়া ক্যাপিটালসের জয়ের পর এমন বলেন পোলক। চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি রয়েছে তাঁদের সামনে। কিন্তু সেই নিয়ে ভাবতে চান না প্রোটিয়া তারকা। পোলক বলেন, 'আমরা বেশি ভাবতে চাই না। আমাদের কোচিং ইউনিট খুব ভাল। পর্দার আড়ালে সবাই খুব ভাল কাজ করেছে। সানরাইজার্স গোটা টুর্নামেন্টে অসাধারণ খেলেছে। প্রত্যেক ফাইনালে খেলেছে। তারমধ্যে দু'বার চ্যাম্পিয়ন হয়েছে। ওরা শক্তিশালী দল। খেলাটা ভাল বোঝে। তাই ওদের হারানো সত্ত্বেও আমাদের পা মাটিতেই আছে। এদের অনেকেই প্রথম মরশুমে ছিল না। তাই আমরা বেশি আশাবাদী হচ্ছি না। তবে ভাল বিষয় হল, আমরা ফাইনালে। আমাদের সামনে একটা সুযোগ আছে।' প্রত্যেক ফাইনালে খেলা সানরাইজার্সকে হারিয়ে এই জায়গায় পৌঁছেছে প্রিটোরিয়া। সুতরাং, সৌরভের দলকে নিয়ে আশা বেড়ে গিয়েছে। কোচ হিসেবে হাতেখড়িতেই বাজিমাতের সম্ভাবনা উজ্জ্বল।
