আজকাল ওয়েবডেস্ক:‌ ছয় ম্যাচে পয়েন্ট মাত্র দুই। প্রথম ম্যাচে মুম্বইকে হারানোর পর টানা পাঁচটি ম্যাচ হারল চেন্নাই সুপার কিংস। ধোনিকে অধিনায়ক পদে ফিরিয়ে এনেও ভাগ্য বদলাল না সিএসকে’‌র। শুক্রবার কলকাতার কাছে রীতিমতো পর্যুদস্ত হতে হল আট উইকেটে। 


এখন সবচেয়ে বড় প্রশ্ন প্লে অফে যেতে পারবে পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নরা। হাতে রয়েছে আর আটটি ম্যাচ। দশ দলের টুর্নামেন্টে চেন্নাই রয়েছে নয় নম্বরে। গত কয়েক বছরের পরিসংখ্যান বলছে, ১৬ পয়েন্ট হলে প্লে অফ মোটামুটি নিশ্চিত। সেক্ষেত্রে চেন্নাইকে আট ম্যাচের মধ্যে অন্তত সাতটি জিততেই হবে। সম্ভব?‌
২০২৪ সালে কিন্তু অসাধ্যসাধন করেছিল আরসিবি। প্রথম আট ম্যাচে ছিল তাদের মাত্র দুই পয়েন্ট। তারপর বাকি সব ম্যাচ জিতে ১৪ পয়েন্ট নিয়ে প্লে অফে জায়গা করে নিয়েছিল আরসিবি। তাই চেন্নাইয়ের সম্ভাবনা যে একেবারেই নেই তা বলা যাচ্ছে না। তবে এখন চেন্নাইকে প্রায় সব ম্যাচই জিততে হবে।


এই অবস্থা থেকে চেন্নাই সব ম্যাচ জিতলে হবে ১৮। সেক্ষেত্রে চেন্নাইয়ের প্লে অফে যাওয়া অসুবিধা হবে না। তবে ১৪ পয়েন্টে থামলেও একটা সম্ভাবনা থেকে যাবে। তার সঙ্গে অন্য দলের ফলাফলের উপরও নির্ভর করতে হবে।


এদিকে, কেকেআর ম্যাচ হেরে ধোনি বলেছেন, ‘‌কয়েকটা রাত আমাদের সঙ্গে যায়নি। বোর্ডে যথেষ্ট রান ছিল না। প্রথম ইনিংসে বল থমকে আসছিল। কিন্তু দ্বিতীয় ইনিংসে অতটা সমস্যা হয়নি। উইকেট ক্রমাগত পড়তে থাকায় চাপে পড়ে গিয়েছিলাম। জুটি তৈরি করতে পারিনি।’‌ মিডল অর্ডারের ব্যর্থতার কথাও স্মরণ করেছেন ধোনি। বলেছেন, ‘‌আমাদের ওপেনাররা বেশ ভাল। কয়েকটি ম্যাচে ভাল রান পেয়েছে। কিন্তু মিডল অর্ডারে রান আটকে যাচ্ছে। তাই মিডল অর্ডার ব্যাটারদের আরও যত্নশীল হতে হবে।