আজকাল ওয়েবডেস্ক: চিপকে পয়েন্টের নিচের দিকে থাকা দল সানরাইজার্স হায়দরাবাদের কাছেও হেরে গিয়েছে ধোনির চেন্নাই সুপার কিংস। হায়দরাবাদের যেখানে ৯ ম্যাচে ৬ পয়েন্ট। সেখানে চেন্নাইয়ের সমসংখ্যক ম্যাচে পয়েন্ট মাত্র চার। হাতে আর পাঁচটি ম্যাচ। প্লে অফে যেতে পারবে পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নরা?
যা পরিস্থিতি তাতে হায়দরাবাদ সব ম্যাচ জিতলে অন্য ম্যাচের ফলাফলের উপর নির্ভর করতে হবে না। চলে যাবে প্লে অফে। কিন্তু একটা ম্যাচ হারলে পরিস্থিতি যাবে বদলে।
কিন্তু চেন্নাইয়ের জন্য পরিস্থিতি কেমন? অঙ্ক বলছে আর একটা ম্যাচ হারলেই প্লে অফের দৌড় থেকে ছিটকে যাবে সিএসকে। হাতে রয়েছে আর পাঁচ ম্যাচ। সব ম্যাচ জিতলে হবে ১৪। তখন নেট রান রেটের অঙ্কে ধোনিরা প্লে অফে চলে গেলেও যেতে পারেন।
চেন্নাইয়ের বাকি ম্যাচ রয়েছে ৩০ এপ্রিল পাঞ্জাব কিংস (হোম), ৩ মে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (অ্যাওয়ে), ৭ মে কলকাতা (অ্যাওয়ে), ১২ মে রাজস্থান রয়্যালস (হোম), ১৮ মে গুজরাট টাইটানস (অ্যাওয়ে)।
অর্থাৎ বাকি পাঁচ ম্যাচের মধ্যে চেন্নাই খেলবে দুটি হোম ম্যাচ। অবশ্য এবার হোম ম্যাচেও চেন্নাইয়ের রেকর্ড খুব খারাপ। হেরেই চলেছে ক্রমাগত। চিপকে এত জঘন্য পারফরম্যান্স চেন্নাইয়ের আগে হয়নি।
এখন যা পরিস্থিতি, তাতে প্লে অফের দিকে অনেকটাই পা বাড়িয়ে রেখেছে গুজরাট টাইটানস, দিল্লি ক্যাপিটালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অবশ্য মুম্বই, পাঞ্জাব ও লখনউও রয়েছে দৌড়ে।
