আজকাল ওয়েবডেস্ক: গুজরাট টাইটান্সের বিরুদ্ধে আইপিএলের সেই ম্যাচ নিশ্চয় মনে রয়েছে সবার। গুজরাট টাইটান্সের যশ দয়ালের শেষ ওভারে রিঙ্কু ব্যাট হাতে ম্যাজিক দেখান। শেষ ৫ বলে দরকার ছিল ২৮ রান। পরপর ৫ ছক্কা মেরে নাইট রাইডার্সকে জয় এনে দেন রিঙ্কু।

ওই একটা ম্যাচের পরই রিঙ্কুর উপর এসে পড়ে সার্চলাইটের আলো। মুহূর্তে নায়ক হয়ে যান তিনি। এহেন রিঙ্কু এখন দেশনায়ক। জাতীয় দলের জার্সিতে তিনি এখন খেলছেন। তাঁর পরিবারের আর্থিক অনটন কেটেছে। প্রাসাদোপম বাড়ি করেছেন রিঙ্কু। মা-বাবাক একটু সুখের মুখ দেখাতে চান এই ক্রিকেটার। 

রিঙ্কুর বাবা, খানচাঁদ সিং একসময়ে বাড়ি বাড়ি গ্যাস সিলিন্ডার বিলি করতেন। পরিবারকে সাহায্য করার জন্য ঝাড়ুদারের কাজ পর্যন্ত করেছেন রিঙ্কু। সেই সময়ে ক্রিকেট চালিয়ে  যাওয়া রীতিমত কঠিন ছিল রিঙ্কুর জন্য।

সেই রিঙ্কুর এখন সম্পত্তির পরিমাণ ৭-৮ কোটি বলে জানা গিয়েছে। তাঁর মাসিক আয় প্রায় ৫ লক্ষ। বার্ষিক আয় প্রায় ৬০ লক্ষ টাকা। তবে এই অর্থের প্রায় সবটাই আসে আইপিএল, বিসিসিআই-এর চুক্তি  এবং ব্র্যান্ড এনডোর্সমেন্ট থেকে। কেকেআর এবার ১৩ কোটি টাকার বিনিময়ে রিঙ্কু সিংকে রিটেন করেছে। 

কলকাতা নাইট রাইডার্স তাঁকে রিটেন করার পরই আলিগড়ে প্রাসাদোপম বাড়ি  কেনেন ফিনিশার রিঙ্কু। এগিয়ে আসছে আইরিএল। এবারের আইপিএলেও কেকেআর তাকিয়ে থাকবে তাঁর দিকে। রিঙ্কু কী করেন সেটাই দেখার।