আজকাল ওয়েবডেস্ক: ছয় ছক্কার ম্যাচে যুবরাজ সিংকে স্লেজ করতে গিয়ে নিজেই বিপত্তি ডেকে এনেছিলেন ইংল্যান্ড তারকা অ্যান্ড্রু ফ্লিনটফ।

কী বলেছিলেন তিনি যুবিকে?

পাঞ্জাবতনয় স্মৃতি রোমন্থন করে বলেছিলেন, ফ্লিনটফ তাঁর গলা কেটে দেওয়ার হুমকি দিয়েছিলেন। তার পরই জ্বলে উঠেছিলেন যুবরাজ সিং। ফ্লিনটফের উপরে রাগ মিটিয়েছিলেন স্টুয়ার্ট ব্রডকে ছয় ছক্কা মেরে।

২০০৭ সালের ১৯ সেপ্টেম্বর ডারবানে হয়েছিল ভারত-ইংল্যান্ড বিখ্যাত ম্যাচ। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার ছিল ডারবানের সেই ম্যাচের ১৭-তম বর্ষপূর্তি।  ক্রিকেটপাগলদের স্মৃতিতে ভেসে ওঠে যুবরাজ তেড়ে যাচ্ছেন ফ্লিনটফের দিকে। ভারতের তারকা বাঁ হাতি ব্যাটারকে নিরস্ত করছেন আম্পায়ার। শুরুটা করেছিলেন ফ্লিনটফ নিজেই। তাঁর ওভারেই দুটো বাউন্ডারি মারেন যুবি। ওভারের শেষে দেখা যায় ফ্লিনটফ কিছু বলছেন ভারতের তারকা ব্যাটারকে। সেই ম্যাচের বহু বছর পরে যুবি বলেছিলেন,ফ্লিনটফ তাঁকে হুমকি দিয়েছিলেন, ''আমি তোমার গলা কেটে দেব।''

ফ্লিনটফের এহেন হুমকির পরে তেতে যান যুবরাজ। তিনি তেড়ে যান ইংল্যান্ড অলরাউন্ডারের দিকে। তাঁকে বলেছিলেন, ''তুমি এই ব্যাট দেখতে পাচ্ছ? তুমি জান এই ব্যাট দিয়ে মেরে তোমাকে কোথায় ফেলতে পারি?''

তার পরের ঘটনা সবারই জানা। ফ্লিনটফের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় যুবরাজকে এতটাই রাগিয়ে দিয়েছিল যে ব্রডকে মাঠের যত্রতত্র ফেলে ছ'টি ছক্কা হাঁকান পাঞ্জাবতনয়। প্রতিবছরের ১৯ সেপ্টেম্বর ঘুরে ফিরে আসে যুবরাজ-ফ্লিনটফের উত্তপ্ত বাক্যবিনিময়ের স্মৃতি। যুবির ছয় ছক্কা নতুন করে জীবন্ত হয়ে ওঠে।