আজকাল ওয়েবডেস্ক: কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন অধিনায়ক তিনি। অথচ তাঁকে রিটেন তো করেইনি, এমনকী মেগা নিলামে তাঁর জন্য বিডও করেনি কলকাতা নাইট রাইডার্স।  তার পরই সোশ্যাল মিডিয়ায় কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে তোপ দাগেন নীতীশ রানার স্ত্রী সাচী মারওয়া। তিনি লিখেছিলেন, ''আনুগত্য বড় দামী।'' নীতীশ রানার স্ত্রীর এহেন পোস্টের পরে অনেকেই অনুমান করেন, সাচীর নিশানায় নাইট রাইডার্স। 

এই সাচী আর নীতীশের প্রেম চার বছরের। তাঁদের প্রেম হার মানাবে সিনেমার গল্পকেও। সাচীর ভাই পরমবীর মারওয়ার নীতীশের বন্ধু। তাঁর সঙ্গে ফুটবল খেলার সময়ে প্রাক্তন নাইট তারকা দেখেন মাঠের পাশে হেঁটে বেড়াচ্ছেন সুন্দরী সাচী। তাঁকে দেখেই প্রেমে পড়ে যান নীতীশ। একেই হয়তো বলে, 'লাভ অ্যাট ফার্স্ট সাইট।' মিষ্টি সম্পর্কের সেই শুরু। সাচীর কাছ থেকে ফোন নম্বর চেয়ে বসেন নীতীশ। এবারের নিলামে তাঁকে রাজস্থান রয়্যালস দলে নিয়েছে। 

ক্রমে সম্পর্ক আরও গভীর হয়। চার বছর ধরে নীতীশ-সাচীর প্রেম পর্ব চলে। অবশেষে  ২০১৯ সালের, ১৮ ফেব্রুয়ারি দিল্লির সিটি পার্ক গ্রিন রিসর্টে ধুমধাম করে তাঁদের বিয়ে হয়। সাচী আবার বলিউড নায়ক গোবিন্দার ভাগ্নী। সাচীর মা সঙ্গীতা বলিউড অভিনেতার বোন। অর্থাৎ নীতীশ রানার শ্বশুর হন গোবিন্দা। 

নীতীশ রানার স্ত্রী সাচী  ইন্টিরিয়র ডিজাইনার এবং আর্কিটেক্ট। গুরগাঁওয়ের সুশান্ত স্কুল অফ আর্ট অ্যান্ড আর্কিটেকচার থেকে ইন্টিরিয়র ডিজাইনে ডিগ্রি পান। ২০১৬ সালে তাঁর বন্ধু নভনীত কৌরের সঙ্গে সাচী অ্যান্ড নবনীত ডিজাইন স্টুডিও খোলেন। 
নীতীশের পাশে সব সময়ে রয়েছেন সাচী। আইপিএলের মেগা নিলামের পরে সেটাই দেখা গেল আরও একবার।