আজকাল ওয়েবডেস্ক: কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন ছিলেন তিনি। সেই নীতীশ রানাকে এবার রিটেন করেনি কেকেআর। নিলামেও তাঁর জন্য দর হাঁকেনি। রাজস্থান রয়্যালস নতুন ঠিকানা নীতীশ রানার। নিলামের পরে নীতীশ রানার স্ত্রীর তোপের মুখে ছিল কলকাতা নাইট রাইডার্স। এবার নীতীশ রানা বললেন, রাজস্থানের হেড কোচ রাহুল দ্রাবিড় প্রতিশ্রুতি দিয়েছেন তাঁর কেরিয়ার তৈরি করে দেবেন। ভারতীয় ক্রিকেটের 'দ্য ওয়াল' রানাকে আশ্বস্ত করে বলেছেন, জাতীয় দলে ফেরানোর জন্য তিনি প্রবল চেষ্টা করবেন।
এবারের নিলামে ৪.২০ কোটি টাকার বিনিময়ে রাজস্থান রয়্যালসে গিয়েছেন নীতীশ রানা। রাজস্থান রয়্যালসের তরফে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেই ভিডিওয় নীতীশ রানাকে ভারতের প্রাক্তন হেড কোচ রাহুল দ্রাবিড় সম্পর্কে বলতে শোনা গিয়েছে, ''কখনও কখনও আমরা নিজেদের মনের ভিতরেই গল্পের জাল বুনি। মনে করি যদি এই প্রশ্ন করি, তাহলে আবার কী ভাববে? কিন্তু তাঁর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা অন্য কিছু বলে। অনেক প্লেয়ারেরই ভয় ভীতি কাজ করে। কিন্তু প্রথম দিন থেকে আমার কিন্তু সে সব ব্যাপার ছিল না।''
Fire in his belly and the hunger to go big under Rahul Dravid’s mentorship - This is Nitish Rana, Rajasthan Royals ✨????
— Rajasthan Royals (@rajasthanroyals)
????️ Become a member and watch the full video: https://t.co/Dj8tc8lVIt pic.twitter.com/DTiHokoygwTweet by @rajasthanroyals
রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে জাতীয় দলে প্রথমবার খেলেন নীতীশ রানা। তার পরে অনেক জল গড়িয়ে গিয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পরে রাহুল দ্রাবিড় জাতীয় দলের দায়িত্ব ছেড়ে দেন। এবার রাজস্থান রয়্যালসের হেডকোচ তিনি। নীতীশ রানা বলছেন, ''আমি রাহুল দ্রাবিড়কে বলেছিলাম, আপনার কোচিংয়ে প্রথমবার জাতীয় দলের জার্সিতে খেলেছিলাম। ভারতীয় দলে প্রত্যাবর্তন ঘটাতে চাই। আমি আপনার সাহায্য চাই। আপনার পরামর্শ এবং সাহায্য খুব দরকার। রাহুলভাই আমার অনুরোধ মেনে নেন। আমাকে বলেন, কঠিন পরিশ্রম করব। ফ্র্যাঞ্চাইজি আর তোর কেরিয়ারের জন্য যা করার আমি করব।''
রাহুল দ্রাবিড়ের সঙ্গে নীতীশ রানার এহেন কথোপকথন প্রমাণ করে জাতীয় দলে ফিরতে তিনি কতটা মরিয়া।
