আজকাল ওয়েবডেস্ক:‌ চোটের জন্য এশিয়া কাপ ফাইনাল খেলতে পারেননি। সেই থেকে তিনি ছিলেন মাঠের বাইরে। অবশেষে চোট সারিয়ে ২২ গজে ফিরলেন টিম ইন্ডিয়ার অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া। 


সৈয়দ মুস্তাক আলি টি–টোয়েন্টি ট্রফিতে ব্যাট হাতে ৭৭ রান করে বরোদাকে জেতালেন তিনি। হার্দিকের তাণ্ডবেই হেরে যায় অভিষেক শর্মার পাঞ্জাব। ঝোড়ো অর্ধশতরান করেও দলকে জেতাতে ব্যর্থ অভিষেক। এদিকে, নজর কাড়ল হার্দিকের জনপ্রিয়তা। হায়দরাবাদের মাঠে হার্দিককে ছুঁতে বার বার মাঠে ঢুকলেন ভক্তরা। সেলফিও তুললেন তাঁরা।


পাঞ্জাবের বিরুদ্ধে প্রথম ওভারেই বল করতে যান হার্দিক। চার ওভার করেন তিনি। কিন্তু বল হাতে নজর কাড়তে পারেননি হার্দিক। ৫২ রান দিয়ে নেন ১ উইকেট। প্রথমে ব্যাট করে ২০ ওভারের ৮ উইকেট হারিয়ে ২২২ রান করে পাঞ্জাব। অভিষেক মাত্র ১৯ বলে ৫০ রান করেন। আনমোলপ্রীত সিং করেন ৬৯ রান। নমন ধীর করেন ৩৯। 


জবাবে ৫ বল বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ জিতে যায় বরোদা। দশম ওভারে নেমে শেষ পর্যন্ত টিকে থাকেন হার্দিক। ৪২ বলে অপরাজিত ৭৭ রান করেন তিনি। মারেন সাতটি চার ও চারটি ছক্কা। দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ভারতের এই অলরাউন্ডার। 


প্রসঙ্গত, চোট পাওয়ার পর বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে সুস্থ হয়েছেন হার্দিক। এই প্রথম খেলার ছাড়পত্র পেয়েছেন তিনি। প্রথম ম্যাচে নেমে হার্দিক বোঝালেন, পুরো সুস্থ হয়ে উঠেছেন তিনি। অর্থাৎ, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি–টোয়েন্টি সিরিজে হার্দিকের খেলা প্রায় পাকা। তার আগে প্রস্তুতির জন্য আরও ম্যাচ খেলার সুযোগ পাবেন তিনি।


এদিকে, হায়দরাবাদের মাঠে হার্দিককে দেখতে ভালই ভিড় হয়েছিল। ঘরোয়া ক্রিকেট হওয়ায় নিরাপত্তা কম ছিল। সেই সুযোগ কাজে লাগিয়ে মাঠে বার বার দর্শকরা ঢুকে পড়েন। হার্দিকের সঙ্গে হাত মেলান তাঁরা। হার্দিকও তাঁদের নিরাশ করেননি। নিরাপত্তারক্ষীরা তাঁদের নিয়ে যাওয়ার আগে হার্দিকের সঙ্গে সেলফি তোলেন ভক্তরা। সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।