আজকাল ওয়েবডেস্ক: বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতে নিয়েছে ৩-০-এ। হায়দরাবাদে অনুষ্ঠিত তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ভারত জেতে ১৩৩ রানে।  সঞ্জু স্যামসন ৪৭ বলে ১১১ রান করেন। অন্যদিকে ১৮ বলে হার্দিক পাণ্ডিয়া ৪৭ রানের চটজলদি ইনিংস খেলেন। প্লেয়ার অফ দ্য সিরিজ হন পাণ্ডিয়া। 

কেবলমাত্র পারফরম্যান্স দিয়ে নয়, মিষ্টি ব্যবহার দিয়ে পাণ্ডিয়া জিতে নিয়েছেন সবার হৃদয়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে হার্দিক পাণ্ডিয়ার একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে সেলফি তুলতে বল বয়কে সাহায্য করছেন হার্দিক পাণ্ডিয়া। 

বাংলাদেশের বিরুদ্ধে কোন ম্যাচের সময়ে এই ভিডিও তোলা হয়েছিল, তা পরিষ্কার নয়। তবে পাণ্ডিয়া মন জিতে নিয়েছেন সবার। বাউন্ডারি লাইনের কাছে থাকা বল বয় হার্দিক পাণ্ডিয়ার সঙ্গে সেলফি তোলার চেষ্টা করছিলেন। কিন্তু ঠিকঠাক সেলফি হচ্ছিল না। পাণ্ডিয়ার নজর এড়ায়নি বিষয়টি। খুদে বল বয়ের সুবিধার জন্য নিজে আরও কাছে এগিয়ে আসেন, যাতে সেই বল বয় ভাল করে সেলফি তুলতে পারে। 

পাণ্ডিয়ার পাশাপাশি সঞ্জু স্যামসনও হৃদয় জিতে নিয়েছেন ক্রিকেটপাগলদের। হয়াদরাবাদের রাজীব গান্ধি আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচ জয়ের পরে সঞ্জু স্যামসন মাঠকর্মীদের সঙ্গে ছবি তোলেন। মাঠকর্মীদের কঠিন পরিশ্রমকে স্বীকৃতি দেন। পাণ্ডিয়া ও সঞ্জু স্যামসন পারফরম্যান্স দিয়ে নজর কেড়ে নিয়েছেন। কিন্তু খুদে বল বয় ও মাঠকর্মীদের প্রতি ভালবাসাও নেটদুনিয়ায় চর্চার বিষয় হয়ে উঠেছে।