আজকাল ওয়েবডেস্ক: ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপ জয়ের প্রথম বার্ষিকীতে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন ভিডিও পোস্ট করলেন ভারতের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডেয়া। গত বছর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রোমাঞ্চকর ফাইনালে জিতে ১১ বছরের আইসিসি ট্রফির খরা কাটিয়েছিল টিম ইন্ডিয়া। সেই জয়ের স্মৃতি রোমন্থন করেই নিজের অনুভূতি ভাগ করে নিলেন হার্দিক। ফাইনালে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন পান্ডেয়া।
প্রথম ইনিংসে শেষ দিকে নামিয়ে দেওয়া হলে ২ বলে ৫ রান যোগ করে দলের স্কোর বাড়ান তিনি। পরে বল হাতে হয়ে ওঠেন দলের সেরা বোলার। ৩ ওভারে মাত্র ২০ রান দিয়ে তুলে নেন ৩টি মূল্যবান উইকেট। ভিডিও বার্তায় হার্দিক বলেন, ‘দেশের হয়ে খেলা নিজের মধ্যেই এক স্বপ্ন, এক আশীর্বাদ। ২০১১ সালে আমি রাস্তায় ছিলাম, ওই সময় আমি জয় উদযাপন করতাম। সবসময় এই পরিস্থিতিতে থাকতে চেয়েছি। এরকম চ্যালেঞ্জ আমাকে নিজের সেরাটা দিতে উদ্বুদ্ধ করে’।
তিনি আরও জানান, ‘আমি বহুবার ভাবতাম বিশ্বকাপ ফাইনালের শেষ ওভারটা আমি বল করব কিংবা শেষ রানটা আমিই মারব। ৭-৮ মাস ধরে কঠিন সময় গেছে আমার। মানসিকভাবে প্রচণ্ড চাপ ছিল। যে মুহূর্তে ফাইনালের শেষ ওভারে দেশের জন্য কাজটা শেষ করলাম, মনে হল যেন কাঁধের সব ওজন নেমে গেল’। এই ভিডিও দেখে আবেগে ভাসছেন বহু ভক্ত। বিশ্বকাপ জয়ের বছরপূর্তিতে হার্দিকের এই ভিডিও নিঃসন্দেহে নতুন করে অনুপ্রেরণা জুগিয়েছে ক্রিকেটপ্রেমীদের।
