আজকাল ওয়েবডেস্ক: শ্রীশান্তকে চড় মেরে দিয়েছিলেন হরভজন সিং। আইপিএলের প্রথম বছরেই। ২০০৮ সালের সেই ঘটনা হইচই ফেলে দিয়েছিল ভারতীয় ক্রিকেট মহলে। ১৭ বছর পর সেই ঘটনার জবাব পেলেন হরভজন সিং। তাঁকে জবাব দিয়েছে শান্তাকুমারণ শ্রীশান্তের মেয়ে শ্রীসানভিকা।
 
 এটা ঘটনা, নিজের কৃতকর্মের জন্য বহুবার ক্ষমা চেয়েছেন প্রাক্তন অফস্পিনার হরভজন সিং। তাও তাঁকে ক্ষমা করেনি শ্রীশান্তের মেয়ে। হরভজনকে দেখে শ্রীসানভিকা বলেছে, ‘তোমার সঙ্গে কোনও কথা বলতে চাই না। তুমি আমার বাবাকে মেরেছ।’ প্রাক্তন সতীর্থের মেয়ের এই কথা হরভজনকে আঘাত দিয়েছে।
 
 রবিচন্দ্রন অশ্বিনের ইউটিউব চ্যানেলের অনুষ্ঠান ‘কুট্টি স্টোরিজ’এ যোগ দিয়েছিলেন হরভজন। অশ্বিন তাঁর কাছে জানতে চান, জীবনের কোন ঘটনা মুছে ফেলতে চান। উত্তরে হরভজন বলেছেন, ‘পারলে একটা জিনিস জীবন থেকে মুছে ফেলতে চাইব। সেটা হল, শ্রীশান্তের সঙ্গে ঘটা সেই ঘটনা। আমার জীবন থেকে ওই ঘটনাটা মুছে ফেলতে চাই। যেটা হয়েছিল, ভুল হয়েছিল। অন্তত ২০০ বার ক্ষমা চেয়েছি। তবু এখনও ঘটনাটার কথা মনে পড়লে খারাপ লাগে। সুযোগ পেলে এখনও ক্ষমা চেয়ে নিই আমি।’
 
 এই প্রসঙ্গেই উঠে এসেছে শ্রীশান্তের মেয়ের প্রসঙ্গ। হরভজন বলেছেন, ‘ওই ঘটনার অনেক দিন পর শ্রীশান্ত এবং ওর পরিবারের সঙ্গে দেখা হয়েছিল। তখন শ্রীশান্তের মেয়ে আমাকে বলে, ‘তোমার সঙ্গে কথা বলতে চাই না। তুমি আমার বাবাকে মেরেছ।’ ওইটুকু বাচ্চার মুখে কথাটা শুনে খুব খারাপ লেগেছিল। কেঁদেই ফেলেছিলাম প্রায়। নিজেকে প্রশ্ন করেছিলাম, একটা ছোট্ট মেয়ের মনে কী ছাপ ফেললাম। এখন ওর মেয়ের কাছেই আমি ক্ষমাপ্রার্থী।’ এটা ঘটনা, শ্রীসানভিকার বয়স এখন ১০।
 
 ২০০৮ সালে আইপিএলের সময় শ্রীশান্তকে চড় মারার ঘটনায় অনুতপ্ত হরভজন। এখনও আক্ষেপ করেন তিনি। হরভজন বলেছেন, ‘ভুল করেছিলাম। সকলের ভুল হয়। চেষ্টা করি একই ভুল যাতে দ্বিতীয় বার না হয়। শ্রীশান্ত আমার সতীর্থ ছিল। আমরা এক সঙ্গে খেলছিলাম। আইপিএলে ও আমার প্রতিপক্ষ দলে ছিল। ঘটনাটা ওই পর্যায়ে যাওয়া একদমই উচিত হয়নি। আমিই ভুল করেছিলাম। আমারই দোষ। আবার বলছি, ঠিক করিনি। আবার দুঃখপ্রকাশ করছি।’ 
 
 তবে এটা ঘটনা, বেশ কিছু দিন ভারতীয় দলে একসঙ্গে খেলেছেন হরভজন এবং শ্রীশান্ত। ২০১১ সালের বিশ্বকাপজয়ী দলেও ছিলেন তাঁরা। ২০০৮ সালের আইপিএলে হরভজন ছিলেন মুম্বই ইন্ডিয়ান্সে আর শ্রীশান্ত ছিলেন কিংস ইলেভেন পাঞ্জাবে (এখনকার পাঞ্জাব কিংস)।
এদিকে আবার ফিরতে চলেছে চ্যাম্পিয়ন্স লিগ টি২০। ক্রিকেটের। ১১ বছর পর। শেষবার এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল চেন্নাই সুপার কিংস। জানা গেছে, সিঙ্গাপুরে আইসিসির বার্ষিক কনফারেন্সে চ্যাম্পিয়ন্স লিগকে ফিরিয়ে আনার পরিকল্পনা নিয়ে কথা হয়েছে। কিন্তু তাতে দুটো সমস্যা। প্রথমটা আইপিএল কেন্দ্রিক, দ্বিতীয়ত টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে।
প্রাথমিক ভাবে জানা গেছে, আগামী বছরের সেপ্টেম্বরে এই টুর্নামেন্ট ফের শুরু হতে পারে। সৌদি আরবে বসতে পারে ক্রিকেটের জনপ্রিয় টুর্নামেন্টের আসর। তবে আর্থিক পরিকাঠামো নিয়ে আলোচনা এখনও বাকি আছে। ২০০৮ সালে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ আয়োজন হয়েছিল। তবে ২০১৪ সালে এই টুর্নামেন্ট বন্ধ করে দেওয়া হয়। সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স দু’বার এই ট্রফি জিতেছে।
