আজকাল ওয়েবডেস্ক:‌ শ্রীলঙ্কা সফরের জন্য ভারতের দল নির্বাচন নিয়ে এবার বিরক্তি প্রকাশ করলেন হরভজন সিং। হরভজনের বক্তব্য অভিষেক শর্মা ও যজুবেন্দ্র চাহালের টি২০ দলে না থাকা নিয়ে। আবার তিনি বিরক্ত সঞ্জুকে একদিনের দলে না নেওয়ায়। যদিও টি২০ দলে আছেন সঞ্জু। 


অভিষেক শর্মা জিম্বাবোয়ে সিরিজে শতরান করেছিলেন। চাহাল টি২০ বিশ্বকাপ দলে থাকলেও প্রথম এগারোয় জায়গা পাননি। তবে আইপিএলে দুরন্ত ছন্দে ছিলেন তিনি। এক্স হ্যান্ডলে হরভজন লিখেছেন, ‘‌বুঝতে পারছি না চাহাল ও অভিষেক শর্মা কেন বাদ। কেনই বা একদিনের সিরিজে নেওয়া হল না সঞ্জুকে।’‌ 


যদিও নেতা সূর্য দল নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। জানিয়েছেন তাঁর দায়িত্ব আরও বাড়ল। উত্তেজিত তিনি। ইনস্টাগ্রামে সূর্য লিখেছেন, ‘‌আপনাদের ভালবাসা, সমর্থন ও শুভেচ্ছার জন্য ধন্যবাদ। আমি সত্যিই কৃতজ্ঞ। দেশের হয়ে খেলাটাই সবচেয়ে বড় ব্যাপার। নতুন ভূমিকা আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিল।’‌ 


কিন্তু হরভজনের এই মন্তব্য শ্রীলঙ্কা সফরের আগে দলের অস্বস্তি বাড়িয়ে দিল। এর আগে আরও এক প্রাক্তন অভিষেক শর্মাকে দলে না নেওয়ায় বিরক্তি প্রকাশ করেছিলেন।