আজকাল ওয়েবডেস্ক: সাদা বলে তিনি বেশ ভাল কোচ। লাল বলে তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে। 

তিনি শুভমান গিলদের হেডস্যর। গৌতম গম্ভীর। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতকে বিধ্বস্ত হতে হয়েছে। 

তার পর থেকেই গৌতম গম্ভীরকে নিয়ে শুরু হয়ে গিয়েছে জল্পনা। যদিও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফে জানানো হয়েছে, চুক্তি অনুযায়ী গম্ভীরই কাজ চালিয়ে যাবেন সব ফরম্যাটে। 

এই পরিস্থিতিতে গৌতম গম্ভীরের পাশে এসে দাঁড়িয়েছেন দেশের প্রাক্তন অফস্পিনার হরভজন সিং। 

সাদা বলে একজন কোচ, লাল বলে অন্য কোচ, এই থিওরিতে বিশ্বাসী নন ভাজ্জি। হরভজন মনে করেন, আগামী দিনে স্প্লিট কোচিংই  হয়তো ভবিতব্য কিন্তু সময় হিসেবে এটা ঠিক নয়। 

হরভজন বলছেন, ''ভারতের ঐতিহ্য হল, দল ভাল খেললে সবাই শান্ত থাকেন। কিন্তু দল খারাপ খেলতে শুরু করলে সবাই ঝাঁপিয়ে পড়ে কোচের উপরে।'' 

দল ব্যর্থ হলে সব দায় এসে পড়ে কোচের উপরে। ভাজ্জির ব্যাখ্যা, ''গৌতম গম্ভীর তো গিয়ে খেলবে না। খেলোয়াড়ি জীবনে ভালই খেলত গৌতম গম্ভীর। দেশের হয়ে খুব ভাল পারফর্ম করেছিল। সবাইকেই ধৈর্য ধরে থাকতে হয়। স্প্লিট কোচিংয়ের কথা কেউ মনে করতেই পারে। অর্থাৎ সাদা বলের ফরম্যাটে এক কোচ। লাল বলের ফরম্যাটে অন্য কোচ। তবে এখন সেই সময় নয়। কিন্তু আগামিদিনে যদি দরকার পড়ে, তাহলে স্প্লিট কোচিং হতেই পারে।'' 

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ভারত আটটি ম্যাচ খেলবে। তিনটি ওয়ানডের পাশাপাশি পাঁচটা টি-টোয়েন্টি ম্যাচ রয়েছে সিরিজে। বিশ্বকাপের আগে এটাই শেষ টি-টোয়েন্টি সিরিজ ভারতের। টি-টোয়েন্টি ফরম্যাটে গৌতম গম্ভীরের দিকে লক্ষ্য থাকবে সবার। ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপেও সবার নজর গৌতম গম্ভীরের উপরে। সাফল্য অনেক সমালোচনা থামিয়ে দেয়। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ট্রফি আনলে গম্ভীরের উপরে বাড়তে থাকা চাপ কমবে, এ কথা বললেও অত্যুক্তি করা হবে না।