আজকাল ওয়েবডেস্ক:‌ টিম ইন্ডিয়ার অন্দরে স্বস্তির খবর। আস্তে আস্তে ট্রেনিংয়ে ফিরলেন শ্রেয়স আইয়ার। 
প্রসঙ্গত, গত ২৫ অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচ খেলতে নেমে গুরুতর চোট পেয়েছিলেন শ্রেয়স। মাঠ থেকে সরাসরি তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল সিডনির একটি হাসপাতালে। আইসিইউয়ে ভর্তি করিয়ে কয়েক দিন চিকিৎসা হয় শ্রেয়সের। তাঁর প্লীহায় ক্ষত সারাতে ছোট অস্ত্রোপচারও করাতে করেছিল। তার পর দেশে ফেরেন শ্রেয়স। 


এবার এল স্বস্তির খবর। মাঠে ফেরার লড়াই শুরু করে দিয়েছেন শ্রেয়স। অনুশীলন শুরু করেছেন তিনি। তবে মাঠে নয়। জিমে সময় কাটাতে দেখা গিয়েছে শ্রেয়সকে। ইনস্টাগ্রাম একটি পোস্ট করেছেন শ্রেয়স। যে ছবিতে দেখা যাচ্ছে, স্পোর্টস বাইকে চড়ে রয়েছেন তিনি। এই ছবি স্পষ্ট করে দিচ্ছে, চিকিৎসকদের পরামর্শে ধীরে ধীরে ট্রেনিং শুরু করছেন তিনি।


দেশে ফেরার পর অবশ্য চিকিৎসক দিনশ পারদিওয়ালার তত্ত্বাবধানে রয়েছেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজের দলে নেই তিনি।


এটা ঘটনা কয়েক দিন আগে ইউএসজি পরীক্ষা করানো হয় শ্রেয়সের। চিকিৎসকরা রিপোর্ট পর্যালোচনা করে জানিয়েছেন, শ্রেয়সের পেটের আঘাত এখনও সম্পূর্ণ ঠিক হয়নি। এখন মাঠে নামলে সমস্যা হতে পারে। বেশি পরিশ্রম করা ঠিক হবে না। পেটে চাপ পড়ে, এমন কিছু করা ঠিক হবে না এই পরিস্থিতিতে। আরও কিছু দিন সাবধানে থাকা দরকার। তাঁর রিহ্যাব একটু সময়সাপেক্ষ। দু’মাস পর আবার শ্রেয়সের ইউএসজি পরীক্ষা করানো হবে। সেই রিপোর্ট সন্তোষজনক হলে শ্রেয়সকে ট্রেনিং শুরু করার অনুমতি দেবেন চিকিৎসকরা। ফিটনেস ঠিক জায়গায় পৌঁছোলে ম্যাচ খেলতে পারবেন শ্রেয়স। বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, শ্রেয়সের পুরো রিহ্যাব পর্ব চলবে বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে। যার ফলে মনে করা হচ্ছে, শ্রেয়সের মাঠে ফিরতে ১০ থেকে ১২ সপ্তাহ সময় লাগতে পারে। ফলে শুধু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই নয়, নিউজিল্যান্ডের বিরুদ্ধেও সাদা বলের সিরিজ খেলতে পারবেন না শ্রেয়স আইয়ার।