আজকাল ওয়েবডেস্ক: গৌতম গম্ভীর ভারতীয় দলের  'হেডস্যর' হওয়ার পর থেকেই আশঙ্কিত হচ্ছিল ভারতীয় ক্রিকেট। কোচের রোষানলে না আবার পড়তে হয় দুই তারকাকে। 

সংবাদ মাধ্যমে গম্ভীর ও রোহিতের সম্পর্ক নিয়ে কত যে কালি খরচ হয়েছিল তার ইয়ত্তা নেই! 

বর্ডার-গাভাসকর ট্রফির শেষ টেস্টে নিজেকে সরিয়ে নেন ফর্মে না থাকা রোহিত। সম্প্রচারকারী চ্যানেলকে হিটম্যান বলেছিলেন, ''আমি কোথাও যাচ্ছি না।'' 

পরিস্থিতি কী দ্রুতই না বদলে যায়! চলতি আইপিএলের ভরা বাজারে রোহিত শর্মা জানিয়ে দেন তিনি অবসর নিচ্ছেন টেস্ট ফরম্যাট থেকে। 

তার পাঁচদিন পরেই যে বিস্ফোরণ ঘটতে চলেছে, তা কেইবা কল্পনা করতে পেরেছিলেন! কোহলি কারও অনুরোধ-উপরোধে কর্ণপাত করলেন না। নিজের অবস্থানে অনড় থেকে বলে দিলেন, টেস্ট আর খেলব না।  কোনও এক অলস বিকেলে নিজের বর্ণময় ক্রিকেট কেরিয়ারের দিকে তাকিয়ে স্মিত হাসবেন। 

 

?ref_src=twsrc%5Etfw">May 12, 2025

ইংল্যান্ড সফরে যাওয়ার আগেই ভারতীয় দলের হেডস্যর কিন্তু 'টু ডাউন' হয়ে নামছেন। সঙ্কটকালে গম্ভীর টুইট করলেন, ''সিংহের মতো প্যাশন সমৃদ্ধ এক ব্যক্তি...তোমাকে আমরা মিস করব চিকস।'' 

আইপিএলের ময়দান দেখেছে কোহলি আর গম্ভীরের লড়াই। একজন আরেক জনের দিকে তেড়ে গিয়েছেন। সেই গম্ভীর এখন টিম ইন্ডিয়ার হেডস্যরও। কোহলির বিদায়বেলায় তাঁর বার্তাও হৃদয় জিতে নিল দেশের ক্রিকেটমহলের। 

দিনান্তে কোহলির নামের পাশে লেখা রইল ১২৩টি টেস্ট ম্যাচ। ৯২৩০ টেস্ট রানের মালিক তিনি। ৩০টি সেঞ্চুরি তাঁর ঝুলিতে। সর্বোচ্চ রান ২৫৪। ২০১১ সালে ওয়াস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচ দিয়ে তাঁর টেস্ট ক্রিকেটে পথচলা শুরু হয়েছিল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট দিয়ে টেস্ট পরিক্রমা শেষ হল কোহলির। মাঝে কেটে গেল দীর্ঘ ১৪ বছর। টেস্ট ক্রিকেটে শেষ হল বিরাট অধ্যায়।