আজকাল ওয়েবডেস্ক: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টি-২০ ম্যাচের আগে সমস্যায় শুভমন গিল। টিম ইন্ডিয়ার টেস্ট এবং একদিনের অধিনায়কের ফর্ম নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এক বছর টি-২০ ফরম্যাটের বাইরে থাকার পর এশিয়া কাপে প্রত্যাবর্তন করেন ২৫ বছরের নেতা। কিন্তু ফর্ম ফিরে পাননি। সংক্ষিপ্ত ফরম্যাটে ফেরার পর ১০ ইনিংসে মাত্র ১৮৪ রান করেন। গড় ২৩। স্ট্রাইক রেট ১৪৬। সর্বোচ্চ রান ৪৭। একদিনের ক্রিকেটেও সাফল্য পাননি। অস্ট্রেলিয়া সিরিজে ব্যর্থ হন। তিন ম্যাচে ৪৩ রান করেন। টি-২০ ক্রিকেটে ৩১ ম্যাচে ৭৬২ রান গিলের। গড় ২৮.২২। স্ট্রাইক রেট ১৪০.৮৫। তারমধ্যে রয়েছে একটি শতরান এবং তিনটে অর্ধশতরান। অপরাজিত ১২৬ তাঁর কেরিয়ার সেরা। 

গোল্ড কোস্টে চতুর্থ টি-২০ ম্যাচের আগে গৌতম গম্ভীরকে বেশ কিছুক্ষণ শুভমন গিলের সঙ্গে আলোচনা করতে দেখা যায়। সেই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। দলের বাকিরা ট্রেনিং ড্রিলের প্রস্তুতি নেওয়ার সময় শুভমনকে আলাদা করে ডাকেন গম্ভীর। বেশ কিছুক্ষণ দু'জনকে কথা বলতে দেখা যায়। এই মুহূর্তের ছবি ভাইরাল হওয়ার পর ফ্যানদের মধ্যে আলোচনা বাড়ে। ভক্তরা ধরেই নেয়, গিলের ফর্ম নিয়ে চিন্তায় টিম ইন্ডিয়ার হেড কোচ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের এবং টি-২০ সিরিজে তাঁর রান ১০, ৯, ২৪, ৩৭, ৫ এবং ১৫। একমাত্র ক্যানবেরাতে শুভমনকে কিছুটা স্বচ্ছন্দ দেখায়। বৃষ্টিতে প্রথম ম্যাচ ভেস্তে যাওয়ার আগে সূর্যকুমার যাদবের সঙ্গে জুটিতে দলকে এগিয়ে নিয়ে যান গিল। বর্তমানে ১-১ অবস্থার রয়েছে পাঁচ ম্যাচের সিরিজ। বৃহস্পতিবার এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে ভারতের সামনে। গিলের জন্য আত্মবিশ্বাস ফিরে পাওয়ার ম্যাচ হতে পারে। তরুণ ব্রিগেডের প্রতিভাশালী ব্যাটারদের মধ্যে শুভমন অন্যতম। নিজেকে আবার নতুন করে প্রমাণ করার তাগিদ থাকবে ভারতের টেস্ট এবং একদিনের ক্রিকেটের অধিনায়কের। 

বর্তমানে অস্ট্রেলিয়া চ্যালেঞ্জ পেরোতে হবে গিলকে। ফর্মে থাকা সঞ্জু স্যামসনকে ওপেনিং থেকে সরিয়ে শুভমনকে আনা হয়েছে। যা নিয়ে চর্চা চলছে। গতবছর টি-২০ তে ওপেন করতে নেমে তিনটে শতরান করেন কেরলের ব্যাটার। তাসত্ত্বেও তাঁকে গিলের জন্য জায়গা ছাড়তে হয়েছে। যার ফলে এখনও পর্যন্ত ব্যাটিং অর্ডারে নির্দিষ্ট জায়গা পাননি সঞ্জু। যার প্রভাব তাঁর ফর্মে পড়ছে। সেই নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে। এটা গিলের ওপর চাপ সৃষ্টি করতে পারে। তাই যত তাড়াতাড়ি সম্ভব রানে ফিরতে চাইবেন তরুণ নেতা।