আজকাল ওয়েবডেস্ক: ওভালের পিচ কিউরেটরের সঙ্গে তুমুল বচসায় জড়িয়ে পড়লেন গৌতম গম্ভীর। অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফির শেষ টেস্টের দু'দিন আগে এই ঘটনা ঘটে। সোমবার লন্ডনে পৌঁছেছে টিম ইন্ডিয়া। মঙ্গলবার ভেন্যুতে প্রথম প্র্যাকটিস সেশন ছিল। কিন্তু ভারতীয় দলকে যে পরিকাঠামো দেওয়া হয়েছে তাতে অসন্তুষ্ট গভীর। আলোচনা তর্কের পর্যায় পৌঁছে যায়। যাতে প্রচণ্ড চটে যান ভারতের হেড কোচ। গ্রাউন্ড স্টাফদের দিকে আঙুল তুলে চিৎকার করতে দেখা যায় তাঁকে। গম্ভীরকে বলতে শোনা যায়, 'তুমি বলতে পারো না আমাদের কী করতে হবে।' পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায়, হস্তক্ষেপ করেন ব্যাটিং কোচ শীতাংশু কোটাক। ভারতীয় কোচিং স্টাফের বাকি সদস্যরাও পরিস্থিতি সামাল দেয়।
গম্ভীরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার হুমকি দিয়েছে ওভালের গ্রাউন্ড স্টাফ। তার উত্তরে গম্ভীর বলেন, 'তোমরা যাকে খুশি অভিযোগ করতে পারো। কিন্তু তুমি আমাদের বলতে পারো না আমাদের কী করতে হবে।' বৃহস্পতিবার থেকে শুরু হবে ওভাল টেস্ট। সিরিজে সমতা ফেরাতে মরিয়া থাকবে শুভমন গিলরা। শেষ টেস্টে দলে বেশ কয়েকটা পরিবর্তন হতে পারে। তারমধ্যে কয়েকটা ফোর্সড পরিবর্তন। চোটের জন্য ছিটকে গিয়েছেন ঋষভ পন্থ। তাঁর জায়গায় খেলবেন ধ্রুব জুরেল। এছাড়াও দলে কয়েকটা বদল হতে পারে। যশপ্রীত বুমরাকে পাওয়া যাবে কিনা সেটা ২৪ ঘণ্টার মধ্যে পরিষ্কার হয়ে যাবে।
প্রথম চার টেস্টে সুযোগ পাননি কুলদীপ যাদব। এবার অপেক্ষার অবসান হতে পারে। গৌতম গম্ভীর জানিয়ে দেন, ফাস্ট বোলারদের ফিটনেস নিয়ে কোনও সমস্যা নেই। সবাই খেলার জন্য তৈরি। তবে কোন কম্বিনেশন নিয়ে ভারত নামবে, সেটাই দেখার। মহম্মদ সিরাজ এবং আকাশ দীপের খেলা নিশ্চিত। তৃতীয় বোলার হিসেবে যশপ্রীত বুমরা, অর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণ এবং অংশুল কম্বোজের মধ্যে একজন খেলবে। তবে একটা প্রশ্ন আবার উঠবে। শার্দূল ঠাকুর এবং কুলদীপ যাদবের মধ্যে একজনকে বেছে নিতে হবে। সম্ভবনা বেশি চায়নাম্যানের।
