আজকাল ওয়েবডেস্ক: গুজরাট টাইটান্সের রিটেনশন তালিকা সামনে আসতেই আরও একটি সেটব্যাক মহম্মদ সামির জন্য। পাঁচজনের তালিকা তৈরি করে ফেলেছে তাঁরা। সেই লিস্টে নেই সামির নাম। যে তিনজনকে রিটেন করা হচ্ছেই, তাঁরা হলেন শুভমন গিল, রশিদ খান এবং সাই সুদর্শন। আনক্যাপড প্লেয়ার রাহুল তেওয়াটিয়া এবং শাহরুখ খানকেও রেখে দেওয়া হবে। ফ্র্যাঞ্চাইজির ঘনিষ্ঠ এক সূত্র জানান, 'শুভমন, রশিদ এবং সাইকে রিটেন করবে গুজরাট।' গতবছর প্রথমবার গুজরাট টাইটান্সকে নেতৃত্ব দেন গিল। দশ দলের লিগে অষ্টম স্থানে শেষ করে গুজরাট। কিন্তু এবছরও তরুণ ক্রিকেটারের ওপর আস্থা রাখতে চায় ফ্র্যাঞ্চাইজি। হার্দিক পাণ্ডিয়ার নেতৃত্বে ২০২২ সালে অভিষেক আইপিএলে চ্যাম্পিয়ন হয় গুজরাট। পরের বছর রানার্স আপ হয়। এবার গিলের হাত ধরেই প্রত্যাবর্তনের আশায়। 

রশিদ খানকে রাখার সিদ্ধান্তও খুবই স্বাভাবিক। গুজরাটের হয়ে প্রথম বছর ১৯ উইকেট নেন। পরের বছর সেই সংখ্যা বেড়ে হয় ২৭। গত আইপিএলে তেমন ছন্দে ছিলেন না। কিন্তু তাসত্ত্বেও ১২ ম্যাচে ১০ উইকেট নেন। এবারের আইপিএলে দারুণ ফর্মে ছিলেন সাই সুদর্শন। ১২ ম্যাচে ৫২৭ রান করেন। তার ভিত্তিতেই জাতীয় দলে সুযোগ পান। এছাড়াও রাখা হবে শাহরুখ খান এবং রাহুল তেওয়াটিয়াকে। প্রথকজনের স্ট্রাইক রেট ১৬৯.৩৩ ছিল। দ্বিতীয় জনের আইপিএলে প্রায় একশো ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। যার ফলে আর জায়গা নেই মহম্মদ সামির। গতবছর একদিনের বিশ্বকাপের ফাইনালের পর থেকে এখনও পর্যন্ত একটিও ম্যাচ খেলেননি তারকা পেসার। আইপিএলেও খেলতে পারেননি। আন্তর্জাতিক ক্রিকেট দূর অস্ত, এমনকী ঘরোয়া ক্রিকেটেও প্রত্যাবর্তন করতে পারেননি সামি। যার ফলে তাঁকে রিটেন করার ঝুঁকি নিতে চাইছে না গুজরাট। সদ্য অস্ট্রেলিয়া সফরের দলে জায়গা হয়নি ভারতীয় পেসারের। এবার গুজরাটের তালিকাতেও ব্রাত্য সামি।