আজকাল ওয়েবডেস্ক: এশিয়া কাপের সুপার ফোরে রবিবার ভারতের সামনে পাকিস্তান। সেই ম্যাচের বল গড়ানোর আগে ভারতের প্রাক্তন উইকেট কিপার দীপ দাশগুপ্ত সূর্যকুমারপ যাদবের দলকে সতর্ক করে দিচ্ছেনভারত এই মুহূর্তে দারুণ ছন্দে রয়েছে। রবিবারের দ্বৈরথে ভারতই ফেভারিট । তবুও দীপ দাশগুপ্ত বলছেন, ''বেশ কয়েকবছর ধরেই পাকিস্তান ভাল ক্রিকেট খেলছে না। পাকিস্তানে বেশ কয়েকজন ভাল খেলোয়াড় রয়েছে। ব্যক্তিগত দক্ষতাসম্পন্ন বেশ কয়েকজন ভাল খেলোয়াড় রয়েছে। যদিও দল হিসেবে এখনও ক্লিক করতে পারেনি। তবে ওরা সবসময়ে বিপজ্জনক প্রতিপক্ষ। এই ফরম্যাটে পাকিস্তানকে হাল্কা ভাবে নিলে ভুল হবে''

রবিবার পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব বলছেন, ''রুমের দরজা বন্ধ করে দাও। মোবাইল বন্ধ রাখো আর ভাল করে ঘুমাও।'' সূর্য নিজেও জানেন কাজটা কতটা কঠিন। তাই তিনি বলছেন, ''এটা বলা সহজ। কিন্তু কখনও কখনও করা খুব কঠিন হয়ে দাঁড়ায়।'' রবিবার ফের ভারত-পাক ম্যাচ। শক্তির নিরিখে বিচার করলে পাকিস্তানের থেকে বহু এগিয়ে ভারত। এই লড়াইয়ে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন অ্য়ান্ডি পাইক্রফ্টপিসিবি জানিয়েছিল, পাকিস্তানের বাকি ম্যাচে যেন পাইক্রফ্ট ম্যাচ রেফারি হিসেবে না দাঁড়ান। রবিবারের বারুদে ঠাসা ম্যাচের আগে জানিয়ে দেওয়া হল পাইক্রফ্টই ম্যাচ রেফারি। আর এই ঘোষণার পরেই পাকিস্তান তাদের প্রি ম্যাচ কনফারেন্স বয়কট করেছে। জানা গিয়েছে মোটিভেশানাল স্পিকার ডক্টর রহিলকে পাক ক্যাম্পে ডাকা হয়েছে। উল্লেখ্য, আমিরশাহি ম্যাচের আগেও পাকিস্তান বয়কট করেছিল প্রি ম্যাচ প্রেস কনফারেন্স। 

আরও পড়ুন: খেলা শেষে দিলেন পেপ টক, ওমান ক্রিকেটারদের ‘‌হৃদয়’‌ জিতে নিলেন স্কাই

গত রবিবারের ভারত-পাক ম্যাচের টসের সময়ে টিম ইন্ডিয়া অধিনায়ক সূর্যকুমার যাদব প্রতিপক্ষ অধিনায়ক সলমন আলি আঘার সঙ্গে হাত মেলাননি। এমনকি ম্যাচ শেষে ভারতীয় ক্রিকেটাররাও পাকিস্তান দলের সঙ্গে করমর্দন এড়িয়ে যান। এই আচরণে ক্ষুব্ধ হয়ে পাকিস্তান অধিনায়ক ম্যাচ-পরবর্তী উপস্থাপনা অনুষ্ঠানও বর্জন করেন। এর পরেই সোমবার পাকিস্তান আনুষ্ঠানিকভাবে ভারতীয় খেলোয়াড়ম্যাচ রেফারির বিরুদ্ধে অভিযোগ জমা দেয়। পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি এক্সে লিখেছেন, ‘'পিসিবি আইসিসির কাছে অভিযোগ জমা দিয়েছে যে ম্যাচ রেফারি আইসিসি কোড অফ কন্ডাক্ট এবং এমসিসি ল’স-এর ‘স্পিরিট অফ ক্রিকেট’ সংক্রান্ত আইন ভঙ্গ করেছেন। পিসিবি এশিয়া কাপ থেকে অবিলম্বে ওই ম্যাচ রেফারিকে সরানোর দাবি জানাচ্ছে।’'

গত রবিবারের ভারত-পাক ম্যাচে তাঁকে নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। সেই অ্যান্ডি পাইক্রফ্টই এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে থাকছেন ম্যাচ রেফারি হিসেবেই। যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফ থেকে আগে জানিয়ে দেওয়া হয়েছিল, পাকিস্তানের বাকি ম্যাচগুলোয় পাইক্রফ্ট যেন ম্যাচ রেফারি হিসেবে না থাকেন। পিসিবি-র এই অনুরোধকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে জানিয়ে দেওয়া হল, আগামিকাল রবিবার ভারত-পাক ম্যাচে ম্যাচ রেফারি থাকবেন পাইক্রফ্টই

আরও পড়ুন: পুজোর আগে 'ডাবল বোনানজা'র স্বাদ পেতে চলেছে ইস্টবেঙ্গল, গতবারের লিগ চ্যাম্পিয়ন লাল-হলুদ, ঘোষণা আইএফএ-র