আজকাল ওয়েবডেস্ক:‌ সোশ্যাল মিডিয়ায় প্রশংসিত হচ্ছেন সূর্যকুমার যাদব। না, এটা তাঁর ব্যাটিংয়ের জন্য নয়। ওমানের বিরুদ্ধে তো সূর্য ব্যাট করতেই নামেননি। বরং এগিয়ে দিয়েছিলেন সতীর্থদের। আবার ম্যাচের পর ওমান ক্রিকেটারদের ‘পেপ টক’ও দেন ভারত অধিনায়ক। সব মিলিয়ে সূর্যকুমারের ভূমিকায় মুগ্ধ ভক্তরা।


এশিয়া কাপে ওমানের বিরুদ্ধে ছিল নিয়মরক্ষার ম্যাচ। সেখানে ব্যাটিং গভীরতা পরীক্ষা করেন সূর্য। সাধারণত তিন নম্বরে নামেন তিনি। কিন্তু আবু ধাবিতে হর্ষিত রানা, অর্শদীপ সিং, কুলদীপ যাদবরা নেমে গেলেও সূর্য নামেননি। পাকিস্তানের বিরুদ্ধে সুপার ফোরে মোকাবিলার জন্য ‘আত্মত্যাগ’ করে বাকিদের ব্যাটিংয়ের সুযোগ করে দেন।

 

আরও পড়ুন:‌ আট মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই বিশ্বরেকর্ড অর্শদীপের, ভাঙলেন এই পাক বোলারের নজির


আবার ম্যাচের পর ওমান ক্রিকেটারদের ‘পেপ টক’ দেন সূর্য। যা নিয়ে পরে ওমান অধিনায়ক জতিন্দর সিং বলেন, ‘‌আমি সূর্যকুমারের কাছে কৃতজ্ঞ। ও নিজে এসে আমাদের দলের প্লেয়ারদের সঙ্গে কথা বলেছে, পরামর্শ দিয়েছে। সূর্য বলছিল, কীভাবে টি–টোয়েন্টি খেলাটাকে বুঝতে হয়, কীভাবে খেলতে হয়। আমার দলের ছেলেরাও প্রশ্ন করছিল। যেন একটা প্রশ্নোত্তর পর্ব চলছিল। ওর কথা শুনে টি–টোয়েন্টি সম্পর্কে ধারণা আরও স্বচ্ছ হয়েছে। সূর্যও আমাদের খুব প্রশংসা করেছে।’‌ বিসিসিআইকে অনুরোধ জানিয়ে তিনি আরও বলেন, ‘‌যদি আমরা ভারতে আসার সুযোগ পাই, ওদের ঘরকে নিজেদের ঘরের মতো অনুভব করতে পারি, জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে অনুশীলন করতে পারি, সেটা আমাদের সাহায্য করবে। আমরা আমাদের স্কিল, মানসিকতা, ফিটনেস নিয়ে খাটতে পারব। আমরা রনজি দল ও ক্লাবগুলোর সঙ্গে অনেক টি–টোয়েন্টি ম্যাচ খেলতে চাই। আশা করছি, ওরা আমাদের সাহায্য করবেন। তাতে আমাদের মধ্যে ফারাকটা কমবে।’‌ একটা সময় আফগানিস্তানও ভারতে অনুশীলন করেছে। এদেশেই তাদের ‘ঘরের মাঠ’ ছিল।


এদিকে, এশিয়া কাপে গ্রুপের শেষ ম্যাচে ওমানকে ২১ রানে হারাল ভারত। তবে লড়াই করে জিততে হল ভারতকে। এই প্রথম ওমানের বিরুদ্ধে খেলল ভারত। তারা কিন্তু যথেষ্ট লড়াই দিল। 


যদিও এশিয়া কাপে এবার জয়ের হ্যাটট্রিক হয়ে গেল ভারতের। গ্রুপের তিনটে ম্যাচ জিতে টেবিলের একনম্বর দল হিসেবেই সুপার ফোরে টিম ইন্ডিয়া। প্রথমে ব্যাট করে ৮ উইকেটের বিনিময়ে ১৮৮ রান তোলে ভারত। মনে হয়েছিল, আবু ধাবির মন্থর উইকেটে এই রান তাড়া করতে গিয়ে তাসের ঘরের মতো ভেঙে পড়বে ওমানের ইনিংস। কিন্তু রীতিমত লড়াই করে তারা। জসপ্রীত বুমরা ছিলে না। বাকি ভারতীয় বোলারদের তেমন তোয়াক্কা করেনি প্রতিপক্ষের অনামী ক্রিকেটাররা। নির্ধারিত ওভারের শেষে ৪ উইকেট হারিয়ে ১৬৭ রানে শেষ করে ওমান। ভারত জেতে ২১ রানে। রবিবার সুপার ফোরে ভারতের সামনে পাকিস্তান।

এদিকে, আট মাস পর জাতীয় দলে ফিরেই রেকর্ড গড়লেন অর্শদীপ সিং। টি–টোয়েন্টি আন্তর্জাতিকে করে ফেললেন বিশ্বরেকর্ড। দ্রুততম পেসার হিসেবে আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে ১০০ উইকেটের মালিক হলেন ভারতীয় বোলার। পিছনে ফেললেন পাকিস্তানের হ্যারিস রউফকে। ওমানের বিরুদ্ধে একটি উইকেট তুলে রেকর্ড বইয়ে নাম তুললেন অর্শদীপ।