আজকাল ওয়েবডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগের দল ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের কোচের পদ থেকে ছাঁটাই হতে হয়েছিল তাঁকে। সেই জুলেন লোপেতেগি কাতার জাতীয় দলের দায়িত্ব গ্রহণ করলেন।
দুই বছরের চুক্তিতে ৫৮ বছর বয়সী লোপেতেগিকে নিয়োগ করার কথা ঘোষণা করেছে কাতার ফুটবল সংস্থা।
লুইস গার্সিয়ার জায়গায় দায়িত্ব নেন লোপেতেগি। ২০২৪ সালের ডিসেম্বরে দায়িত্ব নিয়েছিলেন গার্সিয়া। তাঁর কোচিংয়ে পাঁচটি ম্যাচের মধ্যে একটিতে জেতে কাতার।
প্রায় সাত বছর পর কোনও জাতীয় দলের দায়িত্ব গ্রহণ করলেন লোপেতেগি। ২০১৮ বিশ্বকাপ শুরুর আগের দিন স্পেনের কোচের পদ থেকে বরখাস্ত করা হয়েছিল লোপেতেগিকে।
২০১৬ সালে স্পেনের দায়িত্ব নেন তিনি। ২০ ম্যাচে অপরাজিত ছিলেন লোপেতেগি।
২০১৮ বিশ্বকাপ শুরুর দু' দিন আগে তাঁর সঙ্গে তিন বছরের চুক্তির কথা জানায় রিয়াল মাদ্রিদ। পরের দিনই লোপেতেগিকে ছাঁটাই করে স্পেনের ফুটবল ফেডারেশন।
জানুয়ারিতে ওয়েস্ট হ্যাম বরখাস্ত করে তাঁকে। এবার তাঁর সামনে নতুন চ্যালেঞ্জ।
২০২৬ বিশ্বকাপের এশিয়ান পর্বের তৃতীয় রাউন্ডে চতুর্থ স্থানে রয়েছে কাতার। ৫ জুন গ্রুপের ইরানের সামনে কাতার। ১০ জুন উজবেকিস্তানের মুখোমুখি হবে কাতার। লোপেতেগির পরীক্ষা শুরু হবে তখন থেকেই।
