আজকাল ওয়েবডেস্ক: প্রয়াত হলেন আজকাল পত্রিকার প্রাক্তন ক্রীড়া সম্পাদক ধীমান দত্ত। শুক্রবার শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৭ বছর। বেশ কিছুদিন ধরে স্নায়ুর রোগে ভুগছিলেন। বাড়ি এবং হাসপাতাল করেই কাটছিল দিন। কিন্তু শেষরক্ষা হল না। শুক্রবার দুপুরে সল্টলেকের বাড়িতেই প্রয়াত হলেন। দীর্ঘ প্রায় ৩০ বছরের বেশি আজকাল পত্রিকার ক্রীড়া সম্পাদক ছিলেন। একসময় ক্রীড়া সাংবাদিক তৈরির কারখানা ছিল আজকাল। নিজের হাতে একাধিক সাংবাদিক তৈরি করেছেন। যারা আজ স্বনামধন্য। প্রায় তিন দশক বাংলার একটি উল্লেখযোগ্য সংবাদপত্রের ক্রীড়া সম্পাদক থাকা সত্ত্বেও বিদেশে ফুটবল এবং ক্রিকেট বিশ্বকাপ, অলিম্পিক সহ অন্যান্য বড় টুর্নামেন্ট কভার করতে নিজের থেকে জুনিয়র সাংবাদিকদের পাঠাতেন। যার ফলে সবার প্রিয় ছিলেন 'ধীমান দা।' নির্বিবাদী মানুষ ছিলেন। ময়দানের কর্মকর্তারাও পছন্দ করতেন।

ধীমান দত্তের নেতৃত্বে আজকালের খেলার পাতা, খেলা ম্যাগাজিন অন্য উচ্চতায় পৌঁছেছিল। খেলার কাগজ, খেলার কথা-র মত জনপ্রিয় কাগজও সমৃদ্ধ হয়েছিল তাঁর আপোষহীন কলমে। ধীমান দত্ত ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সক্রিয় সদস্য ছিলেন। কয়েক মাস আগে অসুস্থ শরীর নিয়েও গিয়েছিলেন ক্লাবে। তাঁর বাবার নামাঙ্কিত মুকুল দত্ত কর্মশালায় যোগ দেন। ধীমান দত্তর প্রয়াণে শোকস্তব্ধ কলকাতার ক্রীড়া সাংবাদিক মহল।