আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তানের মাটিতে গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে চায়নি ভারত। তার জন্য বেজায় চটেছেন প্রাক্তন পাক অফ স্পিনার সাকলিন মুস্তাক।
সেই কারণে ২৩ তারিখের ভারত-পাক ম্যাচ জিততে বলছেন বাবর আজমদের। এক পাক টিভিতে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে সাকলিন বলেছেন, ভারতকে সবক শেখাতে হবে।
চ্যাম্পিয়ন্স ট্রফির গোড়া থেকেই জলঘোলা চলছে। ভারত পাক মুলুকে গিয়ে খেলতে চায়নি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে হাইব্রিড মডেল অনুসৃত হয়। দুবাইয়ে খেলবে ভারত। পাকিস্তান খেলবে নিজেদের ঘরের মাঠে।
এই প্রসঙ্গে সাকলিন বলেন, ''ওরা সব সময়ে হই হট্টোগোল বাঁধিয়ে রেখেছে। ওদের টালবাহানা থামতেই চাইছে না।''
এক নিঃশ্বাসে সাকলিন বলে চলেন, ''আর আমরা এখনও ওদের গুণ গেয়ে চলেছি। আমাদের বাচ্চারা বলে বিরাট কোহলি খেলতে আসবে, বুমরা খেলতে আসবে। পাকিস্তানের সব বাচ্চারা ওদের খেলা দেখতে চায় কিন্তু ওদের টালবাহানা কিছুতেই শেষ হচ্ছে না।''
BCCI ko Sabaq Sikhana hoga. Saqlain Mushtaq #saqlainmushtaq#inzimamulhaq#BCCI #24newshd pic.twitter.com/OCrCcrHiym
— iffi Raza (@Rizzvi73)Tweet by @Rizzvi73
ভারত সফরে নিউ জিল্যান্ডের বোলিং কোচ ছিলেন সাকলিন। ভারতের ভিসা পাওয়া নিয়ে নিজের অভিজ্ঞতা শেয়ার করে সাকলিন বলেছেন, ''জানি না ওরা কোন বিশ্বে রয়েছে, ওরা কী চায়, তাও জানি না। ওদের মানসিকতার কবে পরিবর্তন হবে? কবে আর উন্নতি করবে? ওদের অদ্ভুত ধরনের মানসিকতা। আইসিসি-র এই ব্যাপারে দেখা দরকার। আর পাকিস্তানেরও দৃঢ় অবস্থান নেওয়া উচিত। ভারতকে সব শেখাতেই হবে।''
