আজকাল ওয়েবডেস্ক:‌ আচমকাই সিরিয়ায় হামলা চালাল মার্কিন সেনাবাহিনী। শুক্রবার রাতে মার্কিন সেনার টার্গেট ছিল আইসিস জঙ্গিদের ঘাঁটি। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এটা কোনও যুদ্ধের ইঙ্গিত নয়। শুধুমাত্র প্রতিশোধমূলক পদক্ষেপ। আর এতে সিরিয়া সরকারের সমর্থন রয়েছে।


প্রসঙ্গত, গত সপ্তাহে সিরিয়ায় বেশ কয়েকজন আমেরিকানকে হত্যা করার অভিযোগ উঠেছিল। তাঁদের দেহ আমেরিকায় পৌঁছোনোর পরেই বদলার বার্তা দিয়েছিলেন ট্রাম্প। জানিয়েছিলেন, সিরিয়ায় উপস্থিত সকল খুনি জঙ্গিদের তিনি শায়েস্তা করবেন। শুক্রবারের হামলা সেই প্রতিশোধেরই অঙ্গ বলে জানিয়েছেন ট্রাম্প। আইসিস ঘাঁটিগুলি চিহ্নিত করে আকাশপথে গোলাবর্ষণ করা হয়েছে। ট্রাম্পের দাবি, তাঁদের অভিযান সফল। বহু ঘাঁটি ধ্বংস হয়েছে। মার্কিন হামলায় অনেক জঙ্গি খতম হয়েছে।


এই হামলার পর পশ্চিম এশিয়ায় ফের কি যুদ্ধ শুরু হতে পারে? মার্কিন প্রতিরক্ষাসচিব পিট হেগসেথ অবশ্য সেই জল্পনা উড়িয়ে দিয়েছেন। তাঁর কথায়, ‘সিরিয়ায় আইসিস জঙ্গি, তাদের পরিকাঠামো, অস্ত্রের ঘাঁটি ইত্যাদিকে নিশানা করা হয়েছিল। এই অভিযানের নাম ‘অপারেশন হকআই স্ট্রাইক’। তবে এটা কোনও যুদ্ধের সূচনা নয়। এটা বদলা। আমরা আমাদের শত্রুদের নিশানা করে মেরেছি। আগামী দিনেও মারব।’


সোশ্যাল মিডিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, ‘সিরিয়ায় আইসিসের শক্ত ঘাঁটিগুলিতে আমরা প্রবল ভাবে হামলা চালাচ্ছি। সিরিয়া রক্তস্নাত, তাদের অনেক সমস্যা রয়েছে। কিন্তু আইসিসকে যদি মুছে ফেলা যায়, এই দেশের ভবিষ্যৎও উজ্জ্বল। সিরিয়ার সরকারের মাথায় আছেন এমন এক জন মানুষ, যিনি দেশের গৌরব পুনরুদ্ধারের সবরকম চেষ্টা করছেন। তিনি মার্কিন হামলাকে সমর্থন করেছেন।’ সিরিয়া–সহ বিশ্বের সকল প্রান্তের জঙ্গিদের হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেছেন, ‘‌আমেরিকার নাগরিকদের উপর হামলা চালালে, আমেরিকার কোনও ক্ষতি করলে তোমাদের এমন পরিণতি করা হবে, যা আগে হয়নি বা ভাবতেও পারবে না।’‌


জানা গেছে, সিরিয়ার হামলায় এফ–১৫ এবং এ–১০ যুদ্ধবিমান ব্যবহার করেছে মার্কিন সেনাবাহিনী। মধ্য সিরিয়ার অন্তত ৭০টি জায়গা চিহ্নিত করে গোলাবর্ষণ করা হয়েছে। সিরিয়া সরকার জানিয়েছে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে তাদের লড়াই জারি রয়েছে। সিরিয়াকে জঙ্গিদের মুক্তাঞ্চল হতে দেওয়া হবে না। এই মুহূর্তে সিরিয়ায় অন্তত প্রায় ১০০০ মার্কিন সেনা রয়েছেন। আর অন্তত প্রায় এক ডজন জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছে মার্কিন সেনাবাহিনী।