আজকাল ওয়েবডেস্ক: কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন তারকা তিনি। পাঞ্জাব কিংসের হয়েও খেলেছেন আইপিএলে। সেই কেসি কারিয়াপ্পা সবাইকে চমকে দিয়ে হঠাৎই ব্যাট-প্যাড তুলে রাখলেন। 

আইপিএল ও রাজ্য দলের হয়ে খেলতে দেখা গিয়েছিল কারিয়াপ্পাকে। ৩১ বছর বয়সে ব্যাট-প্যাড তুলে রাখলেন তিনি। টি-টোয়েন্টি ফরম্যাটে ৫৮টি উইকেটের মালিক কারিয়াপ্পা। 

খেলোয়াড়দের জীবনে উত্থান-পতন থাকে। কারিয়াপ্পার জীবনেও এরকমই উত্থান-পতন ঘটেছিল। মিজোরাম ক্রিকেট সংস্থা ও কর্ণাটক রাজ্য ক্রিকেট সংস্থাকে আলাদা করে ধন্যবাদ জানান। 

সোশ্যাল মিডিয়ায় কারিয়াপ্পা লেখেন, ''যে রাস্তা থেকে একদিন সব শুরু হয়েছিল... স্টেডিয়ামের আলো এবং গর্বের সঙ্গে জার্সি পরা - আমি সেই স্বপ্নে বেঁচে ছিলাম যা আমি একসময় কল্পনা করেছিলাম। আজ, ১ কেসি কারিয়াপ্পা, আনুষ্ঠানিকভাবে বিসিসিআই ক্রিকেট থেকে অবসর ঘোষণা করল। এই যাত্রা আমাকে সবকিছু দিয়েছে - এমন জয় যা আমাকে হাসিয়েছে, এমন পরাজয় যা আমাকে ভেঙে দিয়েছে, এবং এমন শিক্ষা যা আমাকে গড়ে তুলেছে। আমি চাপ, ব্যথা, ত্যাগ অনুভব করেছি... তবে আনন্দও অনুভব করেছি যা কেবল ক্রিকেটই দিতে পারে।'' 

কেকেআরের জার্সি পিঠে চাপিয়ে এবি ডিভিলিয়ার্সকে প্রথমে আুট করেছিলেন কারিয়াপ্পা। সেটা ছিল ২০১৫ সালের আইপিএল। ঘটনাক্রমে সেই ম্যাচ ছিল কারিয়াপ্পার প্রথম ম্যাচ। এর পরে পাঞ্জাবের হয়ে ২০১৭-১৮ সাল পর্যন্ত তিনি খেলেন। ২০১৯ সালে ফের কেকেআর-এ তিনি যোগ দেন। ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত রাজস্থান রয়্যালসের হয়ে খেলেন কারিয়াপ্পা। 

তিনি বলেছেন, ''আমার ৭ বছরের আইপিএল যাত্রা সবসময় আমার হৃদয়ের খুব কাছে থাকবে। কলকাতা নাইট রাইডার্স, কিংস ইলেভেন পাঞ্জাব এবং রাজস্থান রয়্যালসের প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত। প্রতিটি নির্বাচক, কোচ, সতীর্থ, সাপোর্ট স্টাফ এবং প্রতিটি ভক্তকে ধন্যবাদ। আপনি কেবল আমার খেলাকে সমর্থন করেননি... আপনি আমার স্বপ্নকে সমর্থন করেছেন। আমি হয়তো আজ বিসিসিআই ক্রিকেট থেকে অবসর নিচ্ছি... কিন্তু এই খেলাকে আমি ভালবেসে যাব। এর থেকে আমি কখনও অবসর নেব না।''