আজকাল ওয়েবডেস্ক: ক্যাপ্টেন কুল নামেই তিনি পরিচিত। ক্রিকেট মাঠে বরফশীতল মস্তিষ্কের অধিকারী তিনি। ঠান্ডা মাথায় এমন এমন সব সিদ্ধান্ত তিনি নিয়েছেন, যা ম্যাচের গতিপ্রকৃতি বদলে দেয়। খেলা ছেড়ে দেওয়ার পরেও মহেন্দ্র সিং ধোনি 'ক্যাপ্টেন কুল' হয়েই রয়ে গিয়েছেন।
এবার মহেন্দ্র সিং ধোনি এই 'ক্যাপ্টেন কুল' নামটা নিয়ে যা করতে চলেছেন, তা শুনলে অবাকই হবেন সবাই। নিজের সঙ্গে আনুষ্ঠানিক ভাবে জুড়তে চান এই 'ক্যাপ্টেন কুল' নামটি। এই নামের ট্রেডমার্ক পাওয়ার অনুরোধ করেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক।
তাঁর সঙ্গে 'ক্যাপ্টেন কুল' নামটি জুড়লে তিনি স্পোর্টস ট্রেনিং, কোচিং সার্ভিসেস ও ট্রেনিং সেন্টারে ব্যবহার করতে পারবেন। অন্য কেউ আর তা ব্যবহার করতে পারবেন না।
ট্রেড মার্ক রেজিস্ট্রি পোর্টাল অনুয়ায়ী ইতিমধ্যেই ধোনি আবেদন করেছেন। শোনা যাচ্ছে, তাঁর এই আবেদন গৃহীত হয়েছে।
তবে তাঁর এই আবেদন আগে ধাক্কা খেয়েছিল। ধোনির দল যখন 'ক্যাপ্টেন কুল'-এর জন্য আবেদন করেছিল, তখন ট্রেড মার্কস অ্যাক্টের ১১(১) ধারা অনুযায়ী তা প্রত্যাখ্যাত হয়েছিল। কিন্তু এবার তা গৃহীত হয়।
ভারতের প্রাক্তন অধিনায়ক আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে গেলেও আইপিএল খেলছেন। এবারের আইপিএলে অবশ্য 'ক্যাপ্টেন কুল'কে পুরনো মেজাজে দেখা যায়নি। এবার থেকে 'ক্যাপ্টেন কুল' তাঁর সঙ্গেই জড়িয়ে গেল।
