আজকাল ওয়েবডেস্ক: অধিনায়ক হিসেবে শুরুটা ভাল করেননি শুভমান গিল। হেডিংলি টেস্টের প্রথম টেস্টে তিনি সেঞ্চুরি হাঁকালেও তাঁর দল শেষমেশ টেস্টে হেরে বসে। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের ফলাফল এখন ইংল্যান্ড ১ ভারত ০। দ্বিতীয় টেস্টে ফিরে আসার জন্য মরিয়া ভারতীয় দল।
শুভমান গিলের নেতৃত্ব নিয়ে উঠছে প্রশ্ন। বিরাট কোহলি মাঠের ভিতরে আগ্রাসী নেতৃত্ব দিয়েছেন। রোহিত শর্মার নেতৃত্বেও আক্রমণাত্মক ব্যাপার রয়েছে। গিলের মধ্যে কিছু পাওয়া যায়নি।
শাস্ত্রী অবশ্য গিলের সমালোচনা করতে রাজি নন। তিনি নবীন অধিনায়ককে সময় দিতে চাইছেন।
গিলের উপরে ভরসা রাখুক বোর্ড এমন বার্তাই দিয়েছেন প্রাক্তন হেডস্যর। শাস্ত্রীয় বচন, ''গিল সাফল্য না পেলে আমি হতাশই হব। ওর মধ্যে দক্ষতা রয়েছে। ব্যাটিং করার ক্ষেত্রে, অসাধারণ টেকনিক, সঙ্গে রয়েছে ক্লাস। গিল যদি সব ধরনের পরিস্থিতিতে মানিয়ে নিতে পারে, তাহলে পিছনের দিকে আর তাকাতে হবে না। আগের থেকেও এখন ও পরিণত। যেভাবে মিডিয়াকে সামলাচ্ছে, প্রেস কনফারেন্সে যেভাবে কথা বলছে, তাতে গিলকে দেখে মনে হচ্ছে আগের থেকে অনেকটাই ও পরিণত হয়েছে।''
অপেক্ষাকৃত তরুণ দল নিয়ে ইংল্যান্ডে গিয়েছে গিলের দল। বিরাট কোহলি, রোহিত শর্মার মতো তারকা নেই। তবুও ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট গড়ায় পাঁচ দিনে। বোলিং শক্তিতে দুর্বলতা থাকার জন্যই টেস্ট ম্যাচ হাতছাড়া হয় ভারতের। শাস্ত্রী বলছেন, '' খারাপ পারফরম্যান্স হলে গিলের উপর যেন কোপ না পড়ে। তিন বছর ওকে রেখে দেওয়া উচিত। এই সিরিজে ব্যর্থতার জেরে গিলকে ছেঁটে ফেলো না,ওকে পরিবর্তন করো না। গিলের সঙ্গে তিন বছর থাকো, আমার মনে হয় ঠিক সাফল্য এনে দেবে।'' শাস্ত্রীয় বচন কি ঢুকবে বোর্ডের কানে?
