আজকাল ওয়েবডেস্ক: তিনি ভারতের অন্যতম সফল অধিনায়ক। তিনি বিশ্বজয়ী। যা ধরেছেন তাতেই সোনা ফলিয়েছেন। উইকেটের পিছনে তাঁর গ্লাভস জোড়া এখনও আগের মতোই ক্ষিপ্র। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ছ'বছর হল। তার পরেও মহেন্দ্র সিং ধোনি এখনও আগের মতোই ক্ষিপ্র, আগের মতোই ক্ষুরধার। এহেন ধোনি কিন্তু আশঙ্কা প্রকাশ করেছেন বর্তমান প্রজন্ম নিয়ে।
২০১৯ বিশ্বকাপ সেমিফাইনালের সেই হৃদয় বিদারক ছবিটা মনে আছে সবরাই। নিউজিল্যান্ডের মার্টিন গাপ্তিলের লম্বা থ্রো উইকেট ভেঙে দেয়। ধোনির আর ক্রিজে ফেরা হয়নি। তিনি ক্রিজে ফিরতে না পারায় ভারতও বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় নেয়। তার পরে ১৫ আগস্ট ইনস্টাগ্রামে পোস্ট করে ধোনি জানিয়ে দেন, অনেক হয়েছে, আর নয়। তাঁর আন্তর্জাতিক ক্রিকেট পরিক্রমা শেষ। আইপিএলে অবশ্য তিনি খেলে চলেছেন চুটিয়ে। এখনও তিনি মাঠে নামা মানেই জয়ধ্বনি। তিনি এখনও বিশাল ছক্কা হাঁকিয়ে বল গ্যালারিতে পাঠাতে পারেন। এখনও তাঁর নো লুক রান আউট নিয়ে চর্চা হয়। এখনও তিনি চোখের পলকে বেল ফেলে দিতে পারেন। ব্যাটসম্যান তখনও থেকে যান ক্রিজের বাইরে।
আরও পড়ুন: বুধবার থেকে শুরু হচ্ছে টেস্ট, কেমন থাকবে ম্যাঞ্চেস্টারের আবহাওয়া জানুন
এহেন চ্যাম্পিয়ন ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি কিন্তু তরুণ প্রজন্মকে নিয়ে উদ্বিগ্ন। তাদের নিয়ে সন্দিহান। সম্প্রতি রাঁচিতে একটি অনুষ্ঠানে অংশ নিয়ে ধোনি বলেন, আজকাল শারীরিক পরিশ্রম অনেক কমে গিয়েছে। সেই কারণে আমাদের ফিটনেসও নিম্নমুখী। বহু মানুষ কোনও খেলাধুলার সঙ্গে যুক্তই নন।

ধোনি নিজের মেয়ের উদাহরণ টানেন। বলেন, আমার মেয়েও শারীরিক পরিশ্রম করে না। ও কোনও খেলাধুলা করে না। তাই আমাদের ভাবতে হয়, কীভাবে ওকে বিভিন্ন কাজে ব্যস্ত রাখব। দৌড়ঝাঁপ না করলে শরীর ফিট হয় না। এটা সবার বোঝা দরকার।
প্রথম ওয়ানডে-তে তিনি রান আউট। বাংলাদেশের তাপস বৈশ্যর থ্রো থেকে বেল ফেলে দেন উইকেট কিপার খালেদ মাসুদ। কেরিয়ারের শেষ ওয়ানডে-তেও রান আউট। মার্টিন গাপ্তিলের থ্রো উইকেট ভেঙে দেয়। ক্রিজে আর পৌঁছনো হয়নি মহেন্দ্র সিং ধোনির।
Ms Dhoni speaking about fitness of Indians at event in Ranchi Last night. pic.twitter.com/FZThpQNuVs
— ????????????????????????????⁴⁵ (@rushiii_12)Tweet by @rushiii_12
জীবনের প্রথম ও শেষ ওয়ানডেতে আউট হওয়ার ধরণ মিলে গেল একই বিন্দুতে এসে। একেই বোধহয় বলে সমাপতন। ধোনির প্রথম ওয়ানডে ম্যাচ ছিল চট্টগ্রামে। তখনও ধোনি আজকের ধোনি হননি। ইন্ডিয়া এ দলের হয়ে কেনিয়ায় দুরন্ত খেলে জাতীয় দলে জায়গা পান।
বিশাল বিশাল ছক্কা মারতে পারতেন। প্রথম ম্যাচে অবশ্য ধোনি খাতা খুলতে পারেনি। সাত নম্বরে ব্যাট করতে নামেন। রফিকের বল মেরেই এক রানের জন্য দৌড় শুরু করেন। নন স্ট্রাইক এন্ডে দাঁড়ানো মহম্মদ কাইফ রান নিতে আগ্রহী ছিলেন না। তাপস বৈশ্য বল পেয়েই থ্রো করে দেন। বাকি কাজটা করেন বাংলাদেশের উইকেট কিপার খালেদ মাসুদ।

ক্রিকেট মাঠের সর্বত্র ধোনি ছড়িয়ে গিয়েছেন মণিমানিক্য। ওয়াংখেড়ে স্টোডিয়ামে নুয়ান কুলশেখরাকে ছক্কা মেরে ভারতকে ২৮ বছরে বিশ্বকাপ এনে দেন। তারও আগে ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিলেন। আবার আচম্বিতেই অস্ট্রেলিয়া সফরের মধ্যেই টেস্ট থেকে অবসর নিয়ে নেন। সবাইকে তাজ্জব বানিয়ে ১৫ আগস্ট আন্তর্জাতিক ক্রিকেট থেকে ব্যাট-প্যাড তুলে রাখার ঘোষণা করেন। তাঁকে নিয়ে এখনও চলছে জল্পনা। এখনও ধোনি নিজেকে রহস্যে মড়ে রেখেছেন। রাঁচির রাজপুত্র কিন্তু আগামী প্রজন্মকে নিয়ে চিন্তিত। খেলাধুলা করতে চান না তারা, এটাই ভাবাচ্ছে দেশের সুপারস্টার ক্যাপ্টেনকে।
আরও পড়ুন: বারবার চোট পাচ্ছেন আকাশ, নীতীশরা, সমাধান বাতলে দিলেন মাহি
