আজকাল ওয়েবডেস্ক: চতুর্থ একদিনের ম্যাচ জিতে পাঁচ ম্যাচের সিরিজ ২-১ এ এগিয়ে গিয়েছে ভারত। শনিবার জিতলেই সিরিজ জয়। পঞ্চম তথা শেষ টি-২০ ম্যাচেও নজর থাকবে শুভমন গিল এবং অভিষেক শর্মার জুটির দিকে। দু'জনের পারফরমেন্স যেমন প্রশংসা কুড়িয়েছে, তেমনই সমালোচনাও কম হয়নি। ভারতের প্রাক্তন ক্রিকেটার সদগোপ্পান রমেশ দু'জনকে ঝড় এবং টেবিল ফ্যানের সঙ্গে তুলনা করেন। আগের ম্যাচ বাদ দিলে, বাকি ম্যাচে শুরুটা দাপটের সঙ্গে করেছে অভিষেক। সেই তুলনায় ধারাবাহিকতার অভাব রয়েছে গিলের। শেষ সাত ইনিংসের একটিতেও অর্ধশতরান নেই। 

আগের ম্যাচে তাঁর ৪৬ রান ফ্যানদের কিছুটা হলেও আশ্বস্ত করবে। গোল্ডকোস্টে গিলের ফর্মে ফেরার ইঙ্গিত পাওয়া গিয়েছে। কিন্তু পাশাপাশি ব্যাটিং চিন্তা বাড়ায়। ১৪ ওভারের শেষে ২ উইকেট হারিয়ে ১২১ রান ছিল ভারতের। কিন্তু মিডল অর্ডার ডাহা ব্যর্থ হয়। যা টিম ম্যানেজমেন্টের চিন্তা বাড়াবে। নিজের ইউ টিউব চ্যানেলে একটি ভিডিও পোস্ট করেন রমেশ। নিজের স্টাইলে দুই ওপেনারের মধ্যে পার্থক্য বোঝান। রমেশ বলেন, 'অভিষেক শর্মা ঝড় উঠলে ভারত বড় রান করে। অভিষেক শর্মা এবং শুভমন গিলের কম্বিনেশন ঝড় এবং টেবিল ফ্যানের মতো। যেদিন ঝড় বয়, টেবিল ফ্যানও ঠিকঠাক কাজ করে। কারণ একটা ঝোড়ো হাওয়া থাকে। তাই কোনও সমস্যা থাকে না। কিন্তু কোনওদিন ঝড় না উঠলে, তখন আমাদের প্রশ্ন করতে হবে, পাওয়ার প্লেতে টেবিল ফ্যান থেকে কেন হওয়া বেরোচ্ছে না?' বোঝাই যাচ্ছে, গিলকে কটাক্ষ করছেন তিনি। 

টি-২০ তে পাওয়ার প্লের উপকারিতা তুলে ধরেন প্রাক্তন তারকা। তিনি মনে করেন, বড় রান তোলার ক্ষেত্রে এটাই আসল মঞ্চ। রমেশ বলেন, 'টি-২০ ম্যাচে পাওয়ার প্লে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ওপেনারদের ওপর অনেক কিছু নির্ভর করে। বাকি ব্যাটাররা‌ সেটা কাজে লাগাতে পারলে, বড় রান হবে।' রমেশ মনে করেন, এই ফরম্যাটে অভিষেক পার্থক্য গড়ে দিতে পারে। তাঁর দাবি, বাঁ হাতি ওপেনার প্রথম ছয় ওভারের ফায়দা তুলতে পারলে সেটা পাওয়ার প্লে হবে। অভিষেক আউট হয়ে গেলে সেটা পাওয়ার কাট। ভারতের প্রাক্তনীর মতে, টি-২০ তে ভারতের এক্স ফ্যাক্টর অভিষেক। তবে এদিন ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে নিজের জায়গা পাকা করার চ্যালেঞ্জ গিলের সামনে।