আজকাল ওয়েবডেস্ক: এজবাস্টন টেস্ট শুরুর আগে শুভমন গিলদের বিশেষ পরামর্শ দিলেন সঞ্জয় মঞ্জরেকর। প্রসিদ্ধ কৃষ্ণ এবং মহম্মদ সিরাজের মধ্যে কোনও একজনকে খেলানোর কথা বলেন ভারতের প্রাক্তনী। প্রথম টেস্টে আহামরি বল করেনি দুই ভারতীয় পেসার। প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেন যশপ্রীত বুমরা। দ্বিতীয় ইনিংসে প্রসিদ্ধ জোড়া উইকেট পান। সিরাজের থেকে তাঁকে এগিয়ে রাখলেন মঞ্জরেকর। তিনি বলেন, 'সিরাজ না প্রসিদ্ধ? এখানেই কঠিন সিদ্ধান্ত নিতে হবে। সিরাজ সিনিয়র বোলার। ও লিডসে আপ্রাণ চেষ্টা করছে। তবে বর্তমান পরিস্থিতি বিচার করতে হবে। আমার মনে হয়েছে, টেস্টের শেষদিকে প্রসিদ্ধের উইকেট নেওয়ার সম্ভাবনা বেশি ছিল। সেই কারণেই হয়ত আমি ওকে খেলাতাম। সিদ্ধান্তটা সহজ নয়। তবে বর্তমান ফর্মের বিচারে প্রসিদ্ধকেই এগিয়ে রাখব।'
দ্বিতীয় টেস্টে দুই স্পিনার খেলাবে ভারত। কুলদীপ যাদবের খেলা নিয়েও কথা উঠছে। মঞ্জরেকর মনে করেন, ইংলিশ কন্ডিশনের কথা ভেবে শুধুমাত্র পেসারদের খেলানো উচিত নয় ভারতীয় টিম ম্যানেজমেন্টের। ভারতের প্রাক্তনীর মতে, শার্দূলের জায়গায় নীতিশ কুমার রেড্ডিকে খেলানো উচিত। মঞ্জরেকর বলেন, 'ইংল্যান্ডের পিচ পেসারদের সাহায্য করে বলে শুধুমাত্র ফাস্ট বোলার খেলানো উচিত নয়। আমি হলে একজন সিমারকে বসিয়ে কুলদীপ যাদবকে খেলাতাম। শার্দূলের জায়গায় নীতিশ রেড্ডিকে।' আগের দিন টিম ইন্ডিয়ার সহকারী কোচ রায়ান টেন দুশখাতের কথায়ও এমন ইঙ্গিত মিলেছে। তবে কুলদীপ যাদব না ওয়াশিংটন সুন্দরকে খেলানোর হবে সেই নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে।
