আজকাল ওয়েবডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের আয়ের বিশাল একটা অংশ ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সিন্দুকে ঢোকে। 

২০২৪-২৭ ক্রিকেট সাইকেলে আইসিসি-র মোটে আয়ের ৩৮.৬ শতাংশ পাচ্ছে ভারতীয় বোর্ড। বার্ষিক ৬০ কোটি মার্কিন ডলারের মধ্যে ভারতের ঘরে ঢুকছে ২৩ কোটি ১০ লক্ষ মার্কিন ডলার। এই আর্থিক অঙ্কেও সন্তুষ্ট নন দেশের তিনি বলছেন, আরও বেশি অর্থ বোর্ডের চাওয়া উচিত।

এক সাক্ষাৎকারে শাস্ত্রী বলেছেন, ''আমি মনে করি ভারতের আরও বেশি অর্থ পাওয়া উচিত। আইসিসির আয়ের বেশির ভাগই আসে ভারতের বাজার থেকে।'' 

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড এখন বিশ্বের ধনীতম ক্রিকেট বোর্ডে পর্যবসিত হয়েছে। শাস্ত্রীর সংযোজন, ''আমি চাই ভারত আরও বেশি লভ্যাংশ পাক। কোনও দিন অন্য কোনও দেশের অর্থনীতি শক্তিশালী হলে, সেখান থেকেও আয় বাড়বে। তখন তারাও পাবে। ৭০ ও ৮০–র দশকে যেমন হত।''