আজকাল ওয়েবডেস্ক: এশিয়া কাপের দল ঘোষণা হবে মঙ্গলবার। মনে করা হচ্ছে নির্বাচকরা কঠিন সিদ্ধান্ত নিতে চলেছেন। অনেককেই দলে রাখা হবে না বলে শোনা যাচ্ছে।
এশিয়া কাপের বল গড়াচ্ছে ৯ সেপ্টেম্বর। দল ঘোষণার আগে ভারতের প্রাক্তন ওপেনার কৃষ্ণমাচারি শ্রীকান্ত বলছেন, এশিয়া কাপের দলে যেন বৈভব সূর্যবংশীকে নেওয়া হয়। ১৪ বছরের সূর্যবংশী ইতিমধ্যেই পরিণতি দেখিয়েছেন। তাঁকেই দলে নেওয়ার পরামর্শ দিচ্ছেন শ্রীকান্ত। তিনি বলেছেন, ''সাহসী ক্রিকেটের পরিচয় দিতে হবে। ওকে অপেক্ষায় রাখার কোনও প্রয়োজন নেই। ওকে পরিণত হতে দাও, এই ধরনের মন্তব্য করতে যেও না। ইতিমধ্যেই পরিণতিবোধের পরিচয় দিয়েছে বৈভব। ওর শট অন্য লেভেলের। আমি যদি চেয়ারম্যান হতাম, তাহলে ১৬ জনের স্কোয়াডে ওকে রাখতাম।''
আরও পড়ুন: লন্ডনের রাস্তায় হাঁটতে হাঁটতে স্থানীয়দের সঙ্গে গল্প জুড়লেন বীরুষ্কা, মুহূর্তের মধ্যে ভাইরাল ভিডিও
শ্রীকান্তের সংযোজন, ''স্যামসন অনিশ্চিত। আমার প্রথম পছন্দের ওপেনার অভিশেক শর্মা। আমার হাতে আরও দু'জন ওপেনার রয়েছে। আমি বৈভব সূর্যবংশী বা সাই সুদর্শনকে নেব। সঙ্গে থাকবে শুভমান গিল। আমি যদি নির্বাচক হতাম তাহলে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বৈভবকে ১৫ জনের দলে রাখতাম। দুর্দান্ত খেলছে বৈভব। যশস্বী জয়সওয়াল, বৈভব সূর্যবংশী ও সাই সুদর্শনের মধ্যে যে কোনও দু'জনকে দলে রাখতাম আমি। এটা আমার পছন্দ।''
আইপিএলের নিলামে কোটিপতি খেলোয়াড় হন সূর্যবংশী। আইপিএলে সোয়াই মান সিং স্টেডিয়ামে দ্রুততম সেঞ্চুরি হাঁকান সূর্যবংশী।
ইংল্যান্ডে অনুষ্ঠিত ভারতের অনূর্ধ্ব ১৯ সফরেও সূর্যবংশী ওয়ানডেতে দারুণ পারফরম্যান্স তুলে ধরেন। উদ্বোধনী ম্যাচে ১৯ বলে ৪৮ রান করেন সূর্যবংশী। দ্বিতীয় ম্যাচে ৩৪ বলে ৪৫ রান করেন তিনি। তৃতীয় ওয়ানডে-তে মাত্র ২০ বলে পঞ্চাশ করেন বাঁ হাতি ক্রিকেটার। তবে আইকনিক ইনিংসটা খেলেন উরসেস্টারে। মাত্র ৫২ বলে সূর্যবংশী সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। সেঞ্চুরি করার পরে আরও ভয়ঙ্কর হয়ে ওঠেন তিনি। শেষ পর্যন্ত ৭৮ বলে ১৪৩ রান করেন সূর্যবংশী। সব মিলিয়ে ৩৫৫ রান করেন তিনি। টেস্ট ফরম্যাটে অবশ্য সূর্যবংশী ওয়ানডের মতো বিধ্বংসী মেজাজে ধরা দেননি। চারটি ইনিংসে ৯০ রান করেন।
কেউ বলছিলেন, ছক্কা মারার নেশাই তাঁকে ডোবাচ্ছে। আবার কেউ বলছিলেন, বোলাররা হয়তো তাঁর দুর্বলতা ধরে ফেলেছেন। কিন্তু বৈভব সূর্যবংশী রয়েছেন তাঁর মধ্যেই। ব্যাট হাতে রেকর্ড গড়েছেন আগেই। এবার বল হাতেও বৈভব সূর্যের আলো ছড়ালেন। সূর্যবংশী মানেই রেকর্ড আর রেকর্ড।
১৪ বছর বয়সী এই কিশোর এবার বল হাতেও গড়ে ফেললেন নতুন কীর্তি। ভারতীয়দের মধ্যে যুব টেস্টে সবচেয়ে কম বয়সে উইকেট নেওয়ার রেকর্ড এখন সূর্যবংশীর ঝুলিতে। ইংল্যান্ডে দুরন্ত পারফরম্যান্সের জন্য অস্ট্রেলিয়ার দলে ডাক পেয়েছেন বৈভব সূর্যবংশী। সেপ্টেম্বরে অস্ট্রেলিয়া যুব দলের বিরুদ্ধে খেলবে ভারতের যুব দল। তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট ম্যাচ খেলবে ভারতের যুব দল।
সূর্যবংশীকে এশিয়া কাপের দলে রাখার পরামর্শ দিলেন শ্রীকান্ত। নির্বাচকরা কি সেই পরামর্শ মেনে চলবেন?
আরও পড়ুন: জাতীয় শিবিরের জন্য ফুটবলার ছাড়ছে না মোহনবাগান, আজ থেকেই এএফসির প্রস্তুতি শুরু...
