আজকাল ওয়েবডেস্ক:বর্ডার-গাভাসকর ট্রফির দুঃস্বপ্ন তাড়া করতে শুরু করেছে বিরাট কোহলিকে? অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচে কোহলি খাতা খুলতে পারেননি। মিচেল স্টার্কের অফস্টাম্পের বাইরের বল মারতে গিয়ে তিনি ধরা পড়ে যান।
রোহিত শর্মাও রান পাননি। তিনিও ব্যর্থ হন। দুই মহাতারকা ব্যর্থ হওয়ার দিনে অস্ট্রেলিয়া প্রাধান্য রেখে ম্যাচ জিতে নেয়। সিরিজে এগিয়ে গেলেন মার্শরা।
আরও পড়ুন:বিশ্বকাপে হারের হ্যাটট্রিক, জেতা ম্যাচ মাঠে ফেলে শেষ চারের রাস্তা আরও কঠিন হল স্মৃতি মান্ধানাদের...
কিন্তু কোহলি ও রোহিতকে নিয়ে চলছে চর্চা। চলছে আশঙ্কা। ভারতের প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান মনে করেন বর্ডার-গাভাসকর ট্রফির সেই পুরনো দৈত্য তাড়া করে যাচ্ছে বিরাট কোহলিকে।
পাঠান তাঁর ইউটিউব চ্যানেলে বলেছেন, ''ফিটনেস এক ব্যাপার। আর গেম টাইম আরেক ব্যাপার। সেই কারণেই রোহিতকে দেখেও মনে হয়েছে ও সমস্যায় রয়েছে। দেখে মনে হচ্ছে বর্ডার-গাভাসকর ট্রফির দৈত্য আবার তাড়া করছে কোহলিকে। আশা রাখি অ্যাডিলেড ও সিডনিতে এমন হবে না। কেএল রাহুল দারুণ ব্যাটিং করেছে। শ্রেয়স আইয়ার সমস্যায় পড়েছিল। নিজের টেকনিক নিয়ে একটু কাজ করতে পারে। অক্ষর যখনই সুযোগ পেয়েছে, তখনই ভাল ব্যাটিং করেছে।''
কেন এই বিপর্যয়? এই বিপর্যয় কাটানোর উপায় কী ছিল? পাঠান বলছেন, ''যখনই এই ধরনের দেশে সফর করবে, তখন আগে এই দেশগুলোতে যাওয়া উচিত। কিছু ম্যাচ খেলা দরকার। ভারতের জন্য খুব কঠিন ছিল। চ্যালেঞ্জিং পরিস্থিতি ছিল। আমাদের বোলাররা সঠিক লেন্থে বল করতে পারেনি। ব্যাটারাও বাউন্স নিয়ে সমস্যায় ছিল। একটা বা দুটো ম্যাচ খেললে এই সমস্যা হতো না। আগামী দিনে এই সব বিষয় নিয়ে চিন্তাভাবনা করা দরকার।''
আরও পড়ুন: থেমে গেল আর্জেন্টিনার স্বপ্নের দৌড়,নতুন অনূর্ধ্ব ২০ বিশ্বচ্যাম্পিয়ন মরক্কো
