আজকাল ওয়েবডেস্ক: লিডসে প্রথম টেস্টে যশপ্রীত বুমরার পাঁচ উইকেটে মুগ্ধ দীনেশ কার্তিক। তাঁকে 'কোহিনূর' এর সঙ্গে তুলনা করলেন ভারতীয় দলের প্রাক্তন তারকা। আরও একবার তাঁর গুরুত্ব তুলে ধরলেন জাতীয় দলের প্রাক্তন উইকেটকিপার ব্যাটার। একটি সাক্ষাৎকারে কার্তিক বলেন, 'বুমরা কোহিনূরের মতো মূল্যবান। আশা করব, সবাই বুঝবে সব ফরম্যাটে ও কতটা গুরুত্বপূর্ণ। ওকে যেকোনও বল দিলেই ও সেটাকে কাজে লাগাবে। আমি সবে একটা ইনস্টাগ্রাম রিল তৈরি করেছি। সেখানে বলেছি, পুরোনো বল, নতুন বল, সাদা বল, গোলাপি বল, সবুজ বল বা অন্য কোনও বল, যাই দেওয়া হোক না কেন, ও উইকেট তুলে নেবে। প্রচণ্ড দক্ষ বোলার। বুদ্ধি দিয়ে বল করে। বুঝতে পারে ব্যাটার কী করতে চাইছে। সেই অনুযায়ী ভাবে কিভাবে তাঁর উইকেট নেওয়া যায়। এইভাবেই টেস্টে ২০০ উইকেট তুলে নিয়েছে। গড়ে ও একনম্বরে। যা বলে দেয়, ও কতটা স্পেশাল।'
সোশ্যাল মিডিয়ায় একটি রিলে এক অদ্ভুত দাবি করেন কার্তিক। তিনি মনে করেন, বুমরাকে বিশেষ চুক্তি দেওয়া উচিত। এই প্রসঙ্গে কার্তিক বলেন, 'এবিসিডি নয়, আমার মতে ওকে বিশেষ চুক্তিপত্র দেওয়া উচিত। এর থেকেও বেশি কিছু। ও জাতীয় সম্পদ। বিদেশের মাঠে আরও একটা সাফল্য। যখনই ভারতের উইকেট দরকার হয়, সেটা লাঞ্চ, চায়ের বিরতি বা খেলা শেষের আগেই হোক না কেন, ও ঠিক নিজের কাজটা করে।' মুম্বই ইন্ডিয়ান্সে তাঁকে প্রথমবার দেখেছিলেন কার্তিক। তখন তরুণ, রোগা এবং লাজুক ছিলেন। বর্তমানে সে বিশ্বচ্যাম্পিয়ন। কার্তিক মনে করেন, বুমরার বিশেষ যত্ন নেওয়া উচিত বোর্ডের। যাতে সমস্ত গুরুত্বপূর্ণ ম্যাচে তাঁকে পাওয়া যায়।
