আজকাল ওয়েবডেস্ক: গৌতম গম্ভীরের চ্যাম্পিয়ন্স ট্রফির দল নির্বাচন নিয়ে মোটেও সন্তুষ্ট নন ভারতের প্রাক্তন তারকা অতুল ওয়াসন।
ঋষভ পন্থকে ডাগ আউটে বসিয়ে লোকেশ রাহুলকে কেন খেলানো হচ্ছে, সেটাই বোধগম্য হচ্ছে না অতুল ওয়াসনের।
তিনি মনে করছেন গম্ভীরের জন্য পন্থ হিরো থেকে জিরো হয়ে যাবেন।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত দুদ্দাড়িয়ে শুরু করেছে। প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়েছে। রবিবার পাকিস্তানের বিরুদ্ধে সেই ম্যাচ। ভারত-পাক ম্যাচের পারদ চড়তে শুরু করে দিয়েছে।
২৩ তারিখ পাকিস্তানের বিরুদ্ধেও ভারতের উইকেটের পিছনে দাঁড়াবেন লোকেশ রাহুল। ডাগ আউটে বসতে হবে পন্থকে। আর এটাই মেনে নিতে পারছেন না অতুল ওয়াসন।
সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে অতুল ওয়াসন বলেন, ''৩৫ রানে পাঁচ উইকেট থেকে বাংলাদেশকে ২২৮ রান তুলতে দিলে, বড় টিমকে সুযোগ দিলে তোমাদের খেয়ে নেবে। গৌতম গম্ভীর ওর নিজের দল খেলাচ্ছে। ঋষভ পন্থকে খেলাচ্ছে না, এতে আমি হতাশ। কারণ আমার জানা নেই। কী হচ্ছে? পন্থকে প্রতিপক্ষ ভয় পায়। যে কোনও মুহূর্তে ম্যাচের রং বদলে দিতে পারে।''
পন্থকে নিয়ে সবাই উচ্ছ্বসিত হলেও গৌতম গম্ভীর বলে দিয়েছেন এই মুহূর্তে দেশের এক নম্বর কিপার লোকেশ রাহুল। অতুল ওয়াসন বলছেন, ''কেএল রাহুল দুর্দান্ত প্লেয়ার। তবে আমি জানি না ওর মধ্যে কী দেখতে পেয়েছে যার জন্য টেস্ট ম্যাচ, ওয়ানডে এবং সবকিছুতেই খেলছে আর পন্থ বসে রয়েছে বেঞ্চে। এভাবেই তো খেলোয়াড়দের নষ্ট করা হয়, প্রতিভা নষ্ট করা হয়। এভাবে কোনও ভাল প্লেয়ারকে যদি খেলতে দেওয়া না হয়, তাহলে সে হিরো থেকে জিরো হয়ে যাবে।''
পরিস্থিতি যে দিকে গড়াচ্ছে, তাতে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে পন্থের খেলার সম্ভাবনাই নেই।
