আজকাল ওয়েবডেস্ক: মঙ্গলবার আসন্ন এশিয়া কাপের দল ঘোষণা হয়েছে। সেই দল থেকে বাদ পড়েন শ্রেয়স আইয়ার। যা নিয়ে সরব ক্রিকেটমহল। আইপিএলে অনবদ্য পারফরম্যান্স শ্রেয়সের। তাঁর নেতৃত্বে ১০ বছর পর ফাইনাল খেলে পাঞ্জাব কিংস। শ্রেয়সের বাদ পড়া অনেকেই মেনে নিতে পারছে না। যার মধ্যে অন্যতম টিম ইন্ডিয়ার প্রাক্তন সহকারী কোচ অভিষেক নায়ার। দল ঘোষণার পর তারকা ক্রিকেটারের বাদ পড়া নিয়ে সাংবাদিক সম্মেলনে অজিত আগরকর বলেন, 'শ্রেয়সের কোনও দোষ নেই, আমাদেরও না। আমরা মাত্র ১৫ জনকে বেছে নিতে পারব। তাই ওকে সুযোগের অপেক্ষা করতে হবে।'
বোর্ডের মুখ্য নির্বাচকের এই কারণ বুঝতে পারেননি অভিষেক নায়ার। ১৫ জনের কথা তিনি ধরছেন না, এমনকী ২০ জনের দলেও নেই পাঞ্জাব কিংসের নেতা। অর্থাৎ, রিজার্ভ দলেও তাঁকে রাখার প্রয়োজনীয়তা মনে করা হয়নি। যা দেখে প্রচণ্ড ক্ষুব্ধ গৌতম গম্ভীরের প্রাক্তন ডেপুটি। অভিষেক নায়ার বলেন, 'এশিয়া কাপের ২০ জনের দলে কেন শ্রেয়স আইয়ারকে রাখা হল না আমি বুঝতে পারছি না। আমি চূড়ান্ত ১৫ জনের কথা বলছিই না। আমি ২০ জনের দলের কথা বলছি। যা স্পষ্ট বুঝিয়ে দিচ্ছে, টি-২০ তে নির্বাচকদের ভাবনায় নেই শ্রেয়স।'
মঙ্গলবার এশিয়া কাপের দল ঘোষণা হয়। নজরে টি-২০ বিশ্বকাপ। সেই দিকে লক্ষ্য রেখেই নির্বাচকরা এশিয়া কাপের দল বেছে নেয়। সূর্যকুমার যাদব দলের অধিনায়ক। শুভমান গিল দলের সহ অধিনায়ক। এবারের এশিয়া কাপ হবে টি–টোয়েন্টি ফরম্যাটে। ভারতের অভিযান শুরু ১০ সেপ্টেম্বর। ১৪ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান মহারণ। শুভমান গিলকে নিয়ে চর্চা চলছিল। সুযোগ পেলেন ভারতের টেস্ট অধিনায়ক। এশিয়া কাপে ভারতের হয়ে ওপেন করবেন অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসন। অভিষেক এই মুহূর্তে টি-২০ ফরম্যাটে একনম্বর ব্যাটার। তাঁর সঙ্গে ওপেন করতে দেখা যাবে সঞ্জুকে। যে সঞ্জু টি-২০ ফরম্যাটে তিনটি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। তিন এবং চারে তিলক ভার্মা ও সূর্যকুমার যাদব। দক্ষিণ আফ্রিকায় অধিনায়ক সূর্যর কাছে আব্দার করেছিলেন তিলক, তাঁকে যেন তিন নম্বরে পাঠানো হয়। সূর্য জায়গা ছেড়ে দিয়েছিলেন। বাকিটা ইতিহাস। অভিজ্ঞতা এবং কার্যকারিতার দিক থেকে বিচার করলে হার্দিক পাণ্ডিয়া যেকোনও দলের সম্পদ। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে। তারওপর বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়ের হাতও দুর্দান্ত পাণ্ডিয়ার। টি-২০ বিশ্বকাপে ভারতীয় অলরাউন্ডারের পারফরম্যান্স ভোলার নয়।
