আজকাল ওয়েবডেস্ক: ক্রিকেট-ফুটবল-সহ একাধিক খেলার খবরাখবর রাখেন তাঁরা। সেই সব ম্যাচের রিপোর্টিংও করেন অত্যন্ত দক্ষতার সঙ্গে। 

ক্রীড়া সাংবাদিকরা যে বল পায়েও দারুণ সাবলীল এবং দক্ষ, তার পরিচয় পাওয়া গেল জেএসডব্লিউ সিমেন্ট-সিএসজেসি মিডিয়া ফুটবল টুর্নামেন্টে (এ শতদ্রু দত্ত ইনিসিয়েটিভ। 

নামেই ফুটবল টুর্নামেন্ট। আসলে ছিল ফুটবল উৎসব। সেই উৎসবে যদি দেশের প্রাক্তন ক্রিকেট  অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় উপস্থিত থাকেন, তাহলে তা সব অর্থেই পূর্ণতা পায়। 

হাজারো ব্যস্ততার মধ্যেও মহারাজ রবিবার দুপুর দুপুর উপস্থিত হন কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে। তিনি আসার পরই উৎসাহ, উদ্দীপনা বেড়ে যায় বহুগুণে। অংশগ্রহণকারী সব দলগুলোকে তিনি উৎসাহ দেন। নিজে বল ঠেলে দেন গোলে। তাঁর ফুটবল প্রেমের কথা সবারই জানা। বল পায়ে মহারাজ সৌরভ ছড়িয়ে গেলেন ক্লাবের মাঠে। 

ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে তাঁর নিবিড় যোগাযোগের প্রসঙ্গ উত্থাপ্পন করে সৌরভ  বলেন, ''এরা সারাদিন খবরের পিছনে ছুটে বেড়ায়। আবার ফুটবলও খেলে দারুণ। কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের সঙ্গে আমি বহু বছর ধরে রয়েছি। জুনিয়র থেকে সিনিয়র ক্রিকেটার হিসেবে পুরস্কৃত হয়েছি এই ক্লাবে। এখানে যতবার আসি, একেবারে হৃদয়ের টান অনুভব করি।'' 
কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের প্রেসিডেন্ট সুভেন রাহা বললেন, ''সৌরভ আমাদের পরিবারেরই অংশ।'' 

প্রিন্ট, ইলেকট্রনিক এবং ওয়েব মিলিয়ে মোট ২২টি দল অংশ নেয় এই ফুটবল উৎসবে। রবি-সোম দু'দিন ধরে হবে এই প্রতিযোগিতা।  বেশ কয়েক বছর পরে ক্লাবের মাঠে ফেরে এই টুর্নামেন্ট। রবিবার আজকাল ওয়েব বিভাগ পরাস্ত হয় টিম ময়দানের কাছে। 

ক্লাবের মাঠে সৌরভ আসার পরই উৎসাহের বাঁধ ভাঙে। প্রবল ভিড়ের মাঝেও মিডিয়া ফুটবল নিয়ে দীর্ঘক্ষণ ধরেই নিজের আবেগের কথা প্রকাশ করেন প্রাক্তন ভারত অধিনায়ক। বলে যান, কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের পাশে তিনি থাকবেন। 

 সৌরভ কন্যা সানা আজ লন্ডনে ফিরে যাচ্ছেন। সৌরভ স্বয়ং যাচ্ছেন দক্ষিণ আফ্রিকা। কিন্তু হৃদয়ের টান কি কেউ উপেক্ষা করতে পারেন? সৌরভ বলেন, ''প্রবল ব্যস্ত। তার মধ্যেও এলাম ভালবাসার টানে।'' 

সকালে ফুটবলারদের সঙ্গে পরিচয় করে যান প্রাক্তন তারকা ফুটবলার আলভিটো ডি’কুনহা। এসেছিলেন, মহামেডান কর্তা বেলাল আহমেদ খান। ‘অর্জুন’ ফুটবলার শান্তি মল্লিক ছিলেন সারাক্ষণ। 

হাড্ডাহাড্ডি লড়াই শেষে নির্বাচিত টিমরা উঠেছে নক আউটে। সোমবার সেমিফাইনাল ও ফাইনাল। মহিলা সাংবাদিকদেরও একটি প্রীতি ম্যাচ হবে। বিকেলে চ্যাম্পিয়ন টিমের হাতে ট্রফি তুলে দেবেন সদ্য সন্তোষ জয়ী কোচ সঞ্জয় সেন।