আজকাল ওয়েবডেস্ক: শুভমান গিলদের হেডস্যর হতে আপত্তি নেই তাঁর। সুযোগ এলে সেই দায়িত্ব গ্রহণ করতে প্রস্তুত দেশের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।
সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে মহারাজ জানান, অতীতে দেশের কোচিং করার মতো সময় তাঁর হাতে ছিল না। কিন্তু সুযোগ এলে তিনি গ্রহণ করবেন সেই দায়িত্ব।
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়ানোর পরে দিল্লি ক্যাপিটালসের পুরুষ ও মহিলা দলের মেন্টর হিসেবে কাজ করেছেন।
এক সাক্ষাৎকারে সৌরভ বলেন, ''অনেকগুলো দায়িত্ব ছিল। সিএবি প্রেসিডেন্ট ছিলাম, তার পরে বোর্ড প্রেসিডেন্ট, ফলে আমি সময় পাইনি। ভবিষ্যতে কী হয় দেখা যাক। আমার এখন পঞ্চাশ বছর বয়স। ফলে সুযোগ রয়েছে আমার। দেখা যাক কী হয়।''
গৌতম গম্ভীর জামানায় ভারতীয় দলকে কেমন দেখছেন? সৌরভ বলছেন, ''গম্ভীর ভাল কাজ করছে। একটু মন্থর ভাবে শুরু করেছে। অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ডের কাছে হার মেনেছে। চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। এই ইংল্যান্ড সিরিজ গম্ভীরের কাছে বড় সিরিজ।''
কোচ গম্ভীরকে কাছ থেকে দেখেননি সৌরভ। তিনি বলছেন, ''খুব কাছ থেকে ওকে দেখিনি। তবে ও খুব প্যাশনেট। ওর স্ট্র্যাটেজিও লক্ষ্য করিনি কাছ থেকে। ওর সঙ্গে কাজ করিনি আমি। গম্ভীরের সঙ্গে খেলেছি আমি। দুর্দান্ত একজন ব্যক্তিত্ব। একসঙ্গে আমরা খেলেছি। আমার প্রতি ওর দারুণ শ্রদ্ধা। সিনিয়রদেরও খুব সম্মান করে।''
আইপিএলের গ্রহে গম্ভীর সফল। তিনি বলছেন, ''আমি এখন গম্ভীরকে দেখছি। খুব প্যাশনেট। খুব স্ট্রেট ফরোয়ার্ড। আমি ওকে শুভেচ্ছা জানাই। সবার মতো গম্ভীরও শিখবে, উন্নতি করবে।''
