আজকাল ওয়েবডেস্ক: বিরাট কোহলি সম্পর্কে বিস্ফোরক সব তথ্য ফাঁস করলেন রবি শাস্ত্রী। বিরাট ক্যাপ্টেন। রবি শাস্ত্রী হেডস্যর। এই কম্বিনেশন সাড়া ফেলে দিয়েছিল একসময়ে। ২০১৯ সালে শাস্ত্রী-কোহলি জুটি অবশ্য ভারতকে বিশ্বকাপ এনে দিতে পারেননি। সেই শাস্ত্রী কোহলির নেতৃত্বের সময়ের ঘটনার উল্লেখ করেছেন। তাও আবার অস্ট্রেলিয়া সিরিজ শুরু হওয়ার মুখে। রবির শাস্ত্রীয় বচন, উইকেট হারালেই নেতা বিরাট সংশ্লিষ্ট ব্যাটারকে ঘুসি মারতে উদ্যত হতেন।
রবিবার থেকে শুরু হচ্ছে ভারতের অস্ট্রেলিয়া সফর। কোহলির বিরাট ব্যাটের দিকে তাকিয়ে গোটা দেশ। এই প্রেক্ষিতে শাস্ত্রী বলছেন, ''মাঝে মাঝে, বিরাটকে শান্ত করতে হত আমাকে। উইকেট পড়ে গেলে, বিরাট চেয়ার থেকে লাফিয়ে উঠে পড়ত। আমি বলতাম, শান্ত হও। অন্তত অর্ধেক পথ অতিক্রম করতে দাও ব্যাটারকে। স্টাম্প থেকে মাত্র ১০ গজ দূরে থাকাকালীন ওর সঙ্গে দেখা করতে যেও না। বাউন্ডারি লাইনের কাছে এলে তবেই আউট হয়ে যাওয়া ব্যাটারকে অতিক্রম করো। কোহলি ছিল গরম টিনের ছাদে বিড়ালের মতো, ঘুসি মারতে সবসময়ে উদ্যত। এটাই আপনাদের বিরাট।''
আরও পড়ুন: ফের হ্যান্ডশেক বিতর্ক! এবার ভারতকে খোঁচা রমিজ, সোহেলের
বাইশ গজে অলস ব্যাটার একদম পছন্দ ছিল না কোহলির। রান নেওয়ার সময়ে কেউ মন্থর হলে কোহলি সেই ব্যাটারকে ছেড়ে কথা বলতেন না। শাস্ত্রী বলছেন, ''রানিং বিটুইন দ্য উইকেট যদি ভাল না হয় কোনও ব্যাটারের বা সংশ্লিষ্ট ব্যাটার যদি অলস হয়, তাকে একেবারেই পছন্দ করতে না কোহলি। যদি দ্বিতীয় রানের জন্য কোহলি উদ্যোগী হত এবং উল্টোদিকের ব্যাটার যদি হাঁপাতে থাকত অথবা তৃতীয় রানের সময়ে যদি দেখত দ্বিতীয় রানও শেষ করে উঠতে পারেনি উল্টোদিকের ব্যাটার, তাহলে সঙ্গে সঙ্গে তার দিকে বার্তা যেত, জিমে যাও নিজেকে ফিট করে তবেই খেলতে এসো।'' শাস্ত্রী যখন কোহলির আগ্রাসনের ছবি তুলে ধরছেন, অন্যদিকে দেশের প্রাক্তন অফস্পিনার হরভজন সিং কিন্তু বিরাটকে নিয়ে আত্মবিশ্বাসী। আসন্ন অস্ট্রেলিয়া সফরে কোহলির ব্যাট কথা বলবে বলেই আশাবাদী ভাজ্জি।
অজিদের বিরুদ্ধে বল গড়ানোর আগে হরভজনের ভবিষ্যদ্বাণী, তিনটি ওয়ানডের মধ্যে দুটিতেই সেঞ্চুরি হাঁকাবেন কোহলি। দীর্ঘদিন ক্রিকেট থেকে সরে থাকলেও কোহলির উপরে এমনই প্রত্যাশা ভাজ্জির। গোটা দেশের অনন্ত প্রত্যাশা নিয়ে আগেও ব্যাট করেছেন কোহলি। কেরিয়ারের প্রায় সায়াহ্নে পৌঁছে গেলেও একই রকম প্রত্যাশার চাপ নিয়ে ব্যাট করতে নামবেন কোহলি। দেশের অন্যতম ম্যাচ উইনার হরভজনের বক্তব্য, ''বিরাটের ফিটনেস নিয়ে দয়া করে কোনও প্রশ্ন করবেন না। ফিটনেসের দিক থেকে ও এখনও সবার গুরু। বিরাট কী করছে, সেটা সবাই দেখছে। কোহলির ফিটনেস নিয়ে কোনও চিন্তাই নেই। ও দারুণ ফিট। বর্তমানে যারা খেলছে তাদের থেকেও হয়তো বেশি ফিট বিরাট। এখনকার ক্রিকেটে তর্কাতীতভাবে কোহলি সবথেকে ফিট খেলোয়াড়। বিরাটকে খেলতে দেখার অপেক্ষায় আমি।''
ভাজ্জির বক্তব্য, ''অস্ট্রেলিয়ার কন্ডিশনে বিরাটকে আগেও রানের পর রান করতে দেখেছি আমরা। আশা রাখি এবারও অস্ট্রেলিয়ায় ও একই ভাবে রান করবে। রোহিতের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। এই দুই কিংবদন্তি প্রচুর রান করবে এবং ভারতকে ম্যাচ জেতাবে। আমি সেই দিকেই তাকিয়ে।''
বহু যুদ্ধের সৈনিক হরভজনের ভবিষ্যদ্বাণী ওয়ানডে সিরিজে কোহলি দু'টি সেঞ্চুরি করবে। প্রাক্তন অফ স্পিনার বলছেন, ''পরিস্থিতি যখন কঠিন, তখন এই সব প্লেয়ার জ্বলে ওঠে। নিজেদের সেরাটা তুলে ধরে। বিরাট কোহলি সেই ধরনেরই এক খেলোয়াড়। বড় মঞ্চে কোহলি জ্বলে ওঠে। আর এটাই কোহলিকে বাকিদের থেকে আলাদা করে দেয়।'' রবিবার ভারত-অস্ট্রেলিয়া প্রথম ওয়ানডে। সেই ম্যাচে সবার নজর যে কোহলির দিকেই থাকবে, তা বলাই বাহুল্য।
আরও পড়ুন: গিলের অধিনায়কত্বে প্রভাবিত, তবে ভবিষ্যৎ নিয়ে সতর্কবাণী গম্ভীরের
