আজকাল ওয়েবডেস্ক: এমন মন কেমনের জন্মদিনের কথা কে কবে শুনেছে!
জন্মদিনেই ঝরে গেলেন প্রাক্তন ফুটবলার প্রশান্ত ব্যানার্জির ছোট ছেলে প্রণোজিৎ ব্যানার্জি। রবিবার সকালে শোকের ছায়া নেমে এল দিকপাল ফুটবলারের পরিবারে। প্রণোজিতের বয়স হয়েছিল ৩১।
বছর চারেক আগে মস্তিষ্কে টিউমার ধরা পড়েছিল তাঁর। অস্ত্রোপচারের পরে সুস্থ হয়ে উঠেছিলেন তিনি। জীবনের ছন্দে এগিয়ে যাচ্ছিলেন তিনি। গত বছরের গোড়ার দিকে ফের অসুস্থ হয়ে পড়েন প্রণোজিৎ।
চেন্নাইয়ে তাঁকে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। হঠাৎই ফুসফুসে সংক্রমণ হয়। রবিবার সকালে বাইপাস সংলগ্ন হাসপাতালে লড়াই থেমে যায় প্রণোজিতের। প্রশান্ত বন্দ্যোপাধ্যায়ের একসময়ের সতীর্থ অলোক মুখোপাধ্যায় বলেন, ''অত্যন্ত খারাপ খবর। আজ ওর জন্মদিন। আর সেদিনেই...।''
কথা শেষ করতে পারেন না অলোক। শোকস্তব্ধ তিনি। প্রশান্ত বন্দ্যোপাধ্যায়ের পরিবারের পাশে রয়েছে গোটা ময়দান।
